চিত্রকলা ও ভাস্কর্য ২

মুখাবয়বে শোষণের প্রতিচ্ছবি

চারপাশে ছড়িয়ে শুধু ভয়। ক্ষমতাবান ক্ষমতাহীনকে শোষণ করছে। এই বিকৃতি-র রূপকল্প গড়েছেন বিনীতকুমার সিংহ। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর প্রদর্শনীর শিরোনাম ‘ফিল দ্য মর্টাল’।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০০:০১

চারপাশে ছড়িয়ে শুধু ভয়। ক্ষমতাবান ক্ষমতাহীনকে শোষণ করছে। এই বিকৃতি-র রূপকল্প গড়েছেন বিনীতকুমার সিংহ। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর প্রদর্শনীর শিরোনাম ‘ফিল দ্য মর্টাল’। শিল্পী তাঁর ছবিতে মানুষের অবয়বকে নিষ্ঠুরভাবে ভেঙে ভিতর থেকে বের করে এনেছেন গহন তমসা। প্রদর্শনীতে এক্সপ্রেশনিজম ও আদিমতার উৎস থেকে শিল্পী নিজস্ব যে আঙ্গিক তৈরি করেছেন তা খুবই সম্ভাবনাময়। যা এই সভ্যতার নিহিত গরলের প্রতীক।

Advertisement

প্রদর্শনী

চলছে

তাজ বেঙ্গল: • শম্ভু চক্রবর্তী কাল শেষ।

গ্যালারি ৮৮: • সনাতন সাহা আজ শেষ।

গ্যালারি গোল্ড: • বাউন্ডারিজ কাল শেষ।

আরও পড়ুন
Advertisement