চিত্রকলা ও ভাস্কর্য ২

বৈচিত্র থাকলেও সুপরিকল্পিত নয়

শিলিগুড়ি শহরে ‘আর্টমার্ট গ্যালারি’ নামে আর্ট গ্যালারি খুলল। সেবক রোডের একটি অভিজাত বিপণন-কেন্দ্র ‘কসমস মল’-এর মধ্যে এর অবস্থান। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রায় ৫০-জন স্থানীয় শিল্পী প্রচলিত নানা আঙ্গিকে কাজ করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০১:৪২

শিলিগুড়ি শহরে ‘আর্টমার্ট গ্যালারি’ নামে আর্ট গ্যালারি খুলল। সেবক রোডের একটি অভিজাত বিপণন-কেন্দ্র ‘কসমস মল’-এর মধ্যে এর অবস্থান। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রায় ৫০-জন স্থানীয় শিল্পী প্রচলিত নানা আঙ্গিকে কাজ করেছেন। বৈচিত্র থাকলেও সুচিন্তিচিত পরিকল্পনার অভাব। উদ্বোধন-সন্ধ্যায় একটি আলোচনা-সভায় স্থানীয় এবং নেপাল ও কলকাতার বেশ কয়েকজন বিদগ্ধ মানুষ অংশগ্রহণ করেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • রাজু দেবনাথ ২৭ মে পর্যন্ত।

শুভঙ্কর হালদার ২৬ মে পর্যন্ত।

ভিক্টোরিয়া মেমোরিয়াল: • রে অ্যাণ্ড দ্য সিটি ৫ মে পর্যন্ত।

তাজ বেঙ্গল: • সৈকত পাত্র ২৩ থেকে ২৯ পর্যন্ত।

কেমোল্ড গ্যালারি: • কলাকৃতি ২৮ মে পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement