চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রসারিত যখন মহাবিশ্বের উদ্ভাস

বারাসাত অ্যাকাডেমি অব কালচার-এর উদ্যোগে গ্যালারি গোল্ড-এ অনুষ্ঠিত হল সম্মেলক প্রদর্শনী। তউবুল ইসলাম, কমলেশ মল্লিক ও রতন মল্লিক অবয়বে প্রাখর্য এনেছে। শিবপ্রসাদ ভট্টাচার্য মুখাবয়ব এঁকেছেন। সুজয় বিশ্বাসের উপস্থাপনায় মহাবিশ্বের উদ্ভাস।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০০:০১

বারাসাত অ্যাকাডেমি অব কালচার-এর উদ্যোগে গ্যালারি গোল্ড-এ অনুষ্ঠিত হল সম্মেলক প্রদর্শনী। তউবুল ইসলাম, কমলেশ মল্লিক ও রতন মল্লিক অবয়বে প্রাখর্য এনেছে। শিবপ্রসাদ ভট্টাচার্য মুখাবয়ব এঁকেছেন। সুজয় বিশ্বাসের উপস্থাপনায় মহাবিশ্বের উদ্ভাস। সুমনা ঘোষ কামিষ্ঠা-মানবীর বাস্তবতাকে রূপায়িত করেছেন। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন রতন মল্লিক, সুমন বিশ্বাস, অলোক বউনিয়া, রাকেশ বিশ্বাস, বরুণ সাহা প্রমুখ।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ৪ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • রেইনবো পরশু শেষ।

সৃজন-স্বজন ১ জুন পর্যন্ত।

আইসিসিআর: • নস্টালজিয়া কাল শেষ।

মায়া আর্ট: • পার্থ দাশগুপ্ত ৩১ মে পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement