চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রথাবিরোধী হলেও সম্ভাবনাময়

প্রিয়াঙ্কা কর ও গৌতম বর্মন-তরুণ শিল্পীদম্পতি একসঙ্গে প্রদর্শনী করলেন। প্রিয়াঙ্কা ভাস্কর্য ও ছবি করেছেন। ভাস্কর্যগুলি প্রথাবিরোধী এবং সম্ভাবনাময়। সাইকেলের যন্ত্রাংশকে জুড়ে কাজ করেছেন। রূপের অভিনবত্বের সঙ্গে ভাবনার দিক থেকেও ব্যতিক্রমী। গাধার পিঠের উপর ‘ইন্ডিয়ান কনস্টিটিউশন’ ছাপা কাগজ ঝুলিয়ে আজকের রাজনীতিকেও বিদ্রুপ করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০০:০১

প্রিয়াঙ্কা কর ও গৌতম বর্মন-তরুণ শিল্পীদম্পতি একসঙ্গে প্রদর্শনী করলেন। প্রিয়াঙ্কা ভাস্কর্য ও ছবি করেছেন। ভাস্কর্যগুলি প্রথাবিরোধী এবং সম্ভাবনাময়। সাইকেলের যন্ত্রাংশকে জুড়ে কাজ করেছেন। রূপের অভিনবত্বের সঙ্গে ভাবনার দিক থেকেও ব্যতিক্রমী। গাধার পিঠের উপর ‘ইন্ডিয়ান কনস্টিটিউশন’ ছাপা কাগজ ঝুলিয়ে আজকের রাজনীতিকেও বিদ্রুপ করেছেন। গৌতমের ছবিতে চিত্রক্ষেত্রের পরিসর নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও অভিনবত্বের পরিচায়ক।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • লালুপ্রসাদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: • স্বাতী বিশ্বাস ১৯ থেকে ২৪ পর্যন্ত।

ইছাপুর আর্টিস্ট সার্কেল ১৭ পর্যন্ত।

ইমামি আর্ট: • প্রবীর চক্রবর্তী ১৭ থেকে ৩১ পর্যন্ত।

শ্রীমতি গ্যালারি: • শুভেন্দু পালিত ১৪ পর্যন্ত।

লা মেরে: • অমল হিরণ, অমিত অমিতা, অনিল প্রমুখ আজ থেকে ৩১ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement