চিত্রকলা ও ভাস্কর্য ২...

প্রকৃতিও যেন কথা বলে

কত বিচিত্র পশু, পাখি, কীট, পতঙ্গ এই বিশ্বকে ভরিয়ে রেখেছে, আমরা ভুলে যাই। সেই সৌন্দর্য ও বৈচিত্রকে সামনে নিয়ে এল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ‘নেচার, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি’।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৪ ১৯:২৮

কত বিচিত্র পশু, পাখি, কীট, পতঙ্গ এই বিশ্বকে ভরিয়ে রেখেছে, আমরা ভুলে যাই। সেই সৌন্দর্য ও বৈচিত্রকে সামনে নিয়ে এল অ্যাকাডেমিতে অনুষ্ঠিত ‘নেচার, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি’। সংস্থার সদস্যদের তোলা ১১৪টি আলোকচিত্র। সুন্দরবনে বিশ্বজিৎ রায়চৌধুরী তুলেছেন এক ঝাঁক বিচিত্র পাখি উড়ে যাচ্ছে। অনিন্দ্য সেনগুপ্তের ক্যামেরায় ধরা পড়েছে বাঘ। দু’টো চিতল হরিণ পরস্পরের সঙ্গে সংঘর্ষে রত ছবিটি তুলেছেন বাদশা মৈত্র। এ রকম অজস্র ছবির সম্ভার প্রদর্শনীকে স্মরণীয় করেছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: যোগেন চৌধুরী ২৯ মার্চ পর্যন্ত।

আইসিসিআর: মননকুমার রায় ১০ মার্চ পর্যন্ত।

অ্যাকাডেমি: দেবাশিস সেন, গৌতম দাস প্রমুখ ১০ পর্যন্ত।

দীপঙ্কর পাল, সৌরভ পাল প্রমুখ ১০ মার্চ পর্যন্ত।

আলি আকবর ১০ মার্চ পর্যন্ত।

সুমা দত্ত ১০ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement