চিত্রকলা ও ভাস্কর্য ২

নজর কাড়ে টেরাকোটার ঐতিহ্য

উৎসৃজি আয়োজিত সম্মেলকে শুভেন্দু মণ্ডলের ভাস্কর্যে আছে আধুনিকতাবাদী বিমূর্তায়ন। শেখর দাসের টেরাকোটায় রয়েছে ঐতিহ্যের প্রয়াস। সুমনা অধিকারীর ছবিতে বুদ্ধের মুখের রূপায়ণ প্রাকরণিক দক্ষতা চাইছিল। অভিষেক আচার্যরও তাই।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ০০:০১

উৎসৃজি আয়োজিত সম্মেলকে শুভেন্দু মণ্ডলের ভাস্কর্যে আছে আধুনিকতাবাদী বিমূর্তায়ন। শেখর দাসের টেরাকোটায় রয়েছে ঐতিহ্যের প্রয়াস। সুমনা অধিকারীর ছবিতে বুদ্ধের মুখের রূপায়ণ প্রাকরণিক দক্ষতা চাইছিল। অভিষেক আচার্যরও তাই। জ্যোতির্ময় দলপতি যথেষ্ট ব্যঞ্জনাময়। ঐতিহ্যগত আঙ্গিকের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন বিপিন মার্থা, মনতোষ মল্লিক, অরূপ বিশ্বাস ও অয়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন নবেন্দু রায় ও প্রদীপ পাত্র।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • পরেশ মাইতি ১৬ জানুয়ারি পর্যন্ত।

গ্যাঞ্জেস গ্যালারি: • শাহাবুদ্দিন আহমেদ ১৬ পর্যন্ত।

অ্যাকাডেমি: • সুব্রত ঘোষ ১৯ পর্যন্ত।

বন্দিতা শর্মা আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ২০ পর্যন্ত।

আইসিসিআর: • সুশান্ত, জয়দীপ, রোমি, সুপ্রীতি প্রমুখ ১৪ পর্যন্ত।

জি সি লাহা: • অমিতাভ ১৯ পর্যন্ত।

কেমোল্ড: • সুবিমলেন্দু ১৮ পর্যন্ত।

তাজ: • অজিতা কাল শেষ।

আরও পড়ুন
Advertisement