চিত্রকলা ও ভাস্কর্য ২

নারীর আত্ম-উন্মোচনের প্রতিচ্ছবি

শর্মিষ্ঠা দাস একজন চিকিৎসক। পেশার পাশাপাশি ভালবাসার শ্রেষ্ঠ প্রকাশ ঘটে তাঁর ছবিতে। সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় অনুষ্ঠিত হল তাঁর একক।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১

শর্মিষ্ঠা দাস একজন চিকিৎসক। পেশার পাশাপাশি ভালবাসার শ্রেষ্ঠ প্রকাশ ঘটে তাঁর ছবিতে। সম্প্রতি গগনেন্দ্র প্রদর্শশালায় অনুষ্ঠিত হল তাঁর একক। শিরোনাম: ‘রূপসী বাংলা: মাইসেল্ফ অ্যান্ড বিয়ন্ড’। বাংলার লতা-পাতা-ফুলের ছবিগুলিতে সংহত সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। ছবিতে প্রকৃতির বিপর্যয় ও নারীর আত্ম-উন্মোচনের প্রতীকী উপস্থাপনাও রয়েছে। তাঁর ছবিতে কবিতার অনুষঙ্গ থাকে। ছবির মধ্য দিয়ে তিনি জীবনকে বুঝতে চান।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • সুজাতা কর কাল শেষ।

সায়নদীপ, অতনু, দেবপ্রিয় কাল শেষ।

বিড়লা অ্যাকাডেমি: জেমস অব বেঙ্গল কাল শেষ।

ইন্দিরা কাল শেষ।

গগনেন্দ্র প্রদর্শশালা: সুধীর, শিবানী, শুভ্রজ্যোতি কাল শেষ।

তাজ বেঙ্গল: • অলকানন্দা কাল শেষ।

শম্ভু চক্রবর্তী ৪ অক্টোবর পর্যন্ত।

গ্যালারি ৮৮: সনাতন সাহা ৩ অক্টোবর পর্যন্ত।

জিসি লাহা: • স্ফুলিঙ্গ আজ শেষ।

ইকা আর্ট: • অনির্বাণ শেঠ ৩০ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement