চিত্রকলা ও ভাস্কর্য ২

নারীর অসহায়তার দৃষ্টান্ত

টিঙ্কু বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ একক করলেন আলতামিরা আর্ট গ্যালারিতে। পরিত্যক্ত ধাতব যন্ত্রাংশ জুড়ে তিনি ভাস্কর্য নির্মাণ করেন। ২৪টি কাজের অধিকাংশের ভিতরেই ছিল ঐতিহ্যগত জীবনবোধের সঙ্গে সামাজিক দায়বোধের সুষম সমন্বয়।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ০০:০১

টিঙ্কু বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ একক করলেন আলতামিরা আর্ট গ্যালারিতে। পরিত্যক্ত ধাতব যন্ত্রাংশ জুড়ে তিনি ভাস্কর্য নির্মাণ করেন। ২৪টি কাজের অধিকাংশের ভিতরেই ছিল ঐতিহ্যগত জীবনবোধের সঙ্গে সামাজিক দায়বোধের সুষম সমন্বয়। ‘ফ্ল্যুট প্লেয়ার’-এ দু’টি হাত শুধু। ধাতব অংশ জুড়ে গড়া। একটি কাঠের মুখাবয়ব। বাজাচ্ছে বাঁশি। ‘ন্যুড (ফিশ অর উওম্যান)। দাঁড় করানো একটি মাছের কঙ্কাল। নারীর অসহায়তার সঙ্গে মিলিয়েছেন। সিনেমার শতবর্ষে সত্যজিত্‌ রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। দুর্গা ছুটছে অপুর হাত ধরে। সামনে ক্যামেরায় সত্যজিত্‌। বিষয় ও আঙ্গিক দু’ দিক থেকেই শিল্পীর স্বকীয়তা প্রশংসনীয়।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: গণেশ পাইন ২২ নভেম্বর পর্যন্ত।

গগনেন্দ্র প্রদর্শশালা: শ্যামল, পিয়ালী প্রমুখ কাল শেষ।

অ্যাকাডেমি: সুব্রত বসু কাল শেষ।

বিবেক পাল, প্রতিমা শীল প্রমুখ কাল শেষ।

সঞ্জু, বিমল প্রমুখ কাল শেষ।

বিপুল রায়, দেবব্রত দাস প্রমুখ কাল শেষ।

পার্থ মণ্ডল ২৭ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement