চিত্রকলা ও ভাস্কর্য ২...

নিজস্ব আঙ্গিকে নিসর্গের রূপকার

শিল্পী দিলীপ দাস নিসর্গের রূপকার হিসেবে সুপরিচিত।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৪

শিল্পী দিলীপ দাস নিসর্গের রূপকার হিসেবে সুপরিচিত। নিসর্গ রচনায় নিজস্ব এক আঙ্গিক পদ্ধতি তৈরি করেছেন। সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে অনুষ্ঠিত হল তাঁর প্রায় ৩২টি মুখাবয়বের ছবি নিয়ে প্রদর্শনী। চাইনিজ ইংক, জলরং, প্যাস্টেল ইত্যাদি নানা মাধ্যমে এঁকেছেন। কয়েকটি বণির্র্ল জলরঙের ছবিতে অভিব্যক্তিবাদী রীতির সঙ্গে জ্যামিতিক গাঠনিক ঋজুতাকে মিলিয়েছেন। ‘এক্সপ্রেশন ২৯ ও ৩০’ শীর্ষক ছবি দু’টি এই আঙ্গিক পদ্ধতির অনবদ্য সাফল্যের দৃষ্টান্ত। তাঁর রেখারূপগুলিও পরিমিতিবোধের সার্থক দৃষ্টান্ত।

প্রদর্শনী

Advertisement

চলছে

সিমা: যোগেন চৌধুরী ২৯ মার্চ পর্যন্ত।

কেমোল্ড: সুভাষ রায়, বিমলেন্দু দত্ত, সুখেন্দু দাস কাল শেষ।

অজন্তা আর্ট গ্যালারি: অরিন্দম ঘোষ, রাকেশ বিশ্বাস প্রমুখ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement