চিত্রকলা ও ভাস্কর্য ২

তরুণ মুখের সমাহার

দলটির নাম ‘নকশি কাঁথা’। ন’জন তরুণ শিল্পী একসঙ্গে প্রদর্শনী করেছেন। গৌরবের ভাস্কর্যে ব্যাঙ, শামুক ইত্যাদি উভচর প্রাণীর নিবিষ্ট অনুধ্যান। বিপ্লবের কাজে অজস্র তরুণ মুখের সমাহার।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:০১

দলটির নাম ‘নকশি কাঁথা’। ন’জন তরুণ শিল্পী একসঙ্গে প্রদর্শনী করেছেন। গৌরবের ভাস্কর্যে ব্যাঙ, শামুক ইত্যাদি উভচর প্রাণীর নিবিষ্ট অনুধ্যান। বিপ্লবের কাজে অজস্র তরুণ মুখের সমাহার। জলরঙে নিসর্গ এঁকেছেন মিলন ও তরুণ। সুদীপ ঐতিহ্যগত আঙ্গিকে এঁকেছেন কৃষ্ণ ও রাধার আলেখ্য। পিয়ালি ওরলি আদিবাসী-আঙ্গিক ব্যবহার করে গ্রামীণ নিসর্গ রূপায়িত করেছেন। অভীক মহাভারতের দ্রৌপদীকে নিয়ে কাজ করেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • অর্ঘ্য দীপ্ত কর ১৪ থেকে ১৯ পর্যন্ত।

ইলোরা আর্ট: • রেবা মুখোপাধ্যায় ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement