চিত্রকলা ও ভাস্কর্য ২

জীবন-অভিযাত্রার সুন্দর আলেখ্য

অনন্যা রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্রের ৯০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রতি আইসিসিআর-এ ছিল দুদিনের একটি প্রদর্শনী। প্রদর্শনীর মূল বিষয় আলোকচিত্রে সুচিত্রা মিত্র।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০০:০১

অনন্যা রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্রের ৯০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রতি আইসিসিআর-এ ছিল দুদিনের একটি প্রদর্শনী। প্রদর্শনীর মূল বিষয় আলোকচিত্রে সুচিত্রা মিত্র। শিল্পীর তিন বছর বয়সের ছবি থেকে শুরু করে তাঁর সারা জীবনের অভিযাত্রার আলেখ্য নিয়ে সাজানো হয়েছিল প্রদর্শনী। এ প্রদর্শনীর সব চেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে সুচিত্রা মিত্রের নিজের আঁকা ছবি। মাত্র চারটি ছবিই দেখানো হয়েছে। তা থেকে তাঁর শিল্পীসত্তাকে চেনা যায়। অনেকটা যামিনী রায়ের ধরনে তিনি ছবি এঁকেছেন। নিয়মিত আঁকলে নিজস্ব এক রূপরীতি হয়তো তিনি গড়ে তুলতে পারতেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: ‘আর্ট ইন লাইফ’ ৩০ পর্যন্ত।

অ্যাকাডেমি: রানা রায়, প্রতাপ দত্ত প্রমুখ ৩০ পর্যন্ত।

সিমিত কুমার বেরা ৩০ পর্যন্ত।

সোমনাথ রায় চৌধুরী ৩০ পর্যন্ত।

লা মেরে: ‘দুর্গা ২০১৪’ ৭ অক্টোবর পর্যন্ত।

গেটঅ্যাওয়ে হোটেল: অনির্বাণ শেঠ ১০ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement