চিত্রকলা ও ভাস্কর্য ২

গ্রামীণ মানবীর পরিমণ্ডলেও দেবতা

ইলোরা আর্টস’-এ অনুষ্ঠিত সম্মেলক প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের প্রবণতা দেশীয় আঙ্গিকে কাজ করা। মৃণাল কান্তি দাস-এর নিসর্গ রচনাটি গভীরতাব্যঞ্জক।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০০:০১

ইলোরা আর্টস’-এ অনুষ্ঠিত সম্মেলক প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের প্রবণতা দেশীয় আঙ্গিকে কাজ করা। মৃণাল কান্তি দাস-এর নিসর্গ রচনাটি গভীরতাব্যঞ্জক। শান্তিরঞ্জন মুখোপাধ্যায়ের গণেশের উপস্থাপনা অলঙ্করণে সমৃদ্ধ। গ্রামীণ মানবীর আনন্দিত পরিমণ্ডল রচনা করেছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়। দিলীপ বন্দ্যোপাধ্যায় এঁকেছেন ‘কল্কি’-র ছবি। জগদীশ দত্তের নারীর রূপায়ণ সংবেদনময়। ধীরেন্দ্রনাথ ব্রক্ষ্মের ‘কালী’ এই প্রদর্শনীর শ্রেষ্ঠ রচনা।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • লালুপ্রসাদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অ্যাকাডেমি: • ওলি মিশ্র ১০ পর্যন্ত।

পর্যন্ত ইছাপুর আর্টিস্ট সার্কেল ১১ থেকে ১৭ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • অভিজিৎ, অনুপম, আশিস প্রমুখ ১৩ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • রাধিকা খিমজি ১৪ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement