চিত্রকলা ও ভাস্কর্য ২

কল্পরূপে ধরা পড়ে সামাজিক সংকট

অ্যাকাডেমিতে অনুষ্ঠিত চার-শিল্পীর সম্মেলক- প্রদীপ চৌধুরী, প্রদীপ মজুমদার ও চিন্ময় চক্রবর্তী। ছবির মূল ভিত্তি অভিব্যক্তিবাদী ও জ্যামিতিক বিমূর্ততা। চৌধুরী বিমূর্তের সঙ্গে কল্পরূপকে মিলিয়ে সামাজিক সংকটকে অভিব্যক্ত করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৫ ০০:০০

অ্যাকাডেমিতে অনুষ্ঠিত চার-শিল্পীর সম্মেলক- প্রদীপ চৌধুরী, প্রদীপ মজুমদার ও চিন্ময় চক্রবর্তী। ছবির মূল ভিত্তি অভিব্যক্তিবাদী ও জ্যামিতিক বিমূর্ততা। চৌধুরী বিমূর্তের সঙ্গে কল্পরূপকে মিলিয়ে সামাজিক সংকটকে অভিব্যক্ত করেছেন। মজুমদার তাঁর বিমূর্ততায় স্থাপত্যের গাঠনিকতাকে বিশ্লিষ্ট করেছেন। চক্রবর্তী অভিব্যক্তিবাদী বিমূর্ততাকে ধ্রুপদী তন্ময়তার দিকে নিয়ে যেতে চেষ্টা করেছেন। পল্লব দাস কাগজের উপর অস্বচ্ছ জলরং মাধ্যমে এঁকেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • সুচিব্রত, জহর, পার্থ প্রমুখ ১২ পর্যন্ত।

বিজয়রাজ, বন্দিতা, মনোজ ১২ পর্যন্ত।

অজয়,অনিমেষ প্রমুখ আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: • থার্ড আই কালশেষ।

উমা, দেবিকা, কুসুমিতা কাল শেষ।

অখিলেশ, অনসূয়া প্রমুখ ২০ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • ফটোগ্রাফি উৎসব ৯ পর্যন্ত।

আইসিসিআর: • দীপঙ্কর গঙ্গোপাধ্যায় ৮ পর্যন্ত।

ড্রিম ওয়েভার ৯ থেকে ১৪ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • ইন্দ্রপ্রতিম রায় ১৫ পর্যন্ত

আরও পড়ুন
Advertisement