চিত্রকলা ও ভাস্কর্য ২

উন্মোচিত সাম্প্রতিকের অভিঘাত

চারজন শিল্পীর সম্মিলিত প্রদর্শনী চিত্রকলার পরিমণ্ডলে বিশেষ অভিঘাত সৃষ্টি করেছে। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁদের সম্মেলক। প্রদীপ চৌধুরী সাম্প্রতিকের অন্তর্নিহিত সংঘাতকে প্রতীকায়িত করেছেন। চিন্ময় চক্রবর্তী একটি বিশেষ ধারাকে সমৃদ্ধ করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০০:০১

চারজন শিল্পীর সম্মিলিত প্রদর্শনী চিত্রকলার পরিমণ্ডলে বিশেষ অভিঘাত সৃষ্টি করেছে। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁদের সম্মেলক।

প্রদীপ চৌধুরী সাম্প্রতিকের অন্তর্নিহিত সংঘাতকে প্রতীকায়িত করেছেন। চিন্ময় চক্রবর্তী একটি বিশেষ ধারাকে সমৃদ্ধ করেছেন। প্রদীপ মজুমদার জ্যামিতিক বিমূর্ততা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পল্লব দাস কল্পরূপাত্মক প্রতিমাকল্পে সাম্প্রতিকের সংকটকে উন্মোচিত করতে চেষ্টা করেছেন।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • অপূর্ব মজুমদার ১৫ জুন পর্যন্ত।

দ্যুতি, পারভিন, মণিকা ১৫ পর্যন্ত।

সপ্তরং ১৫ জুন পর্যন্ত।

স্তুতি লাহা, দেবেন্দ্র লাহা ১৫ পর্যন্ত।

শতক একুশ ১৫ পর্যন্ত।

শ্রীআর্ট গ্যালারি: • সলিল বিশ্বাস কাল শেষ।

বিমল আর্ট গ্যালারি: • অনির্বাণ ঘোষ ১৫ জুন পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement