চিত্রকলা ও ভাস্কর্য ২

অসামান্য নৈপুণ্য প্রতিটি ছবিতেই

প্রকৃতি অনেক সময়ই নিভৃতে লুকিয়ে রাখে তার নিজস্ব শিল্পরূপ। শিল্পীর দৃষ্টিতে তা ধরা পড়ে। দেবাশিস ঘোষ রায় সম্প্রতি তাঁর আলোকচিত্রের প্রদর্শনী করলেন আইসিসিআর-এ ‘নেচার স্পিকস্’। ক্যামেরায় তোলা ৭৮টি ছবিতে তিনি প্রকৃতির আত্মকথনকে উন্মীলিত করেছেন। বর্ণের ব্যতিক্রমী বিস্তারে ফুটে উঠেছে মানুষ, পশু, পাখি বা প্রকৃতির বিমূর্তায়িত রূপ। উপস্থাপিত করার অসামান্য নৈপুণ্য ও নান্দনিকতার জন্য প্রদর্শনীটি বিশেষভাবে স্মরণীয়।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০০:০১

প্রকৃতি অনেক সময়ই নিভৃতে লুকিয়ে রাখে তার নিজস্ব শিল্পরূপ। শিল্পীর দৃষ্টিতে তা ধরা পড়ে। দেবাশিস ঘোষ রায় সম্প্রতি তাঁর আলোকচিত্রের প্রদর্শনী করলেন আইসিসিআর-এ ‘নেচার স্পিকস্’। ক্যামেরায় তোলা ৭৮টি ছবিতে তিনি প্রকৃতির আত্মকথনকে উন্মীলিত করেছেন। বর্ণের ব্যতিক্রমী বিস্তারে ফুটে উঠেছে মানুষ, পশু, পাখি বা প্রকৃতির বিমূর্তায়িত রূপ। উপস্থাপিত করার অসামান্য নৈপুণ্য ও নান্দনিকতার জন্য প্রদর্শনীটি বিশেষভাবে স্মরণীয়।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • বুধাদিত্য বিশ্বাস পরশু শেষ।

নকশি কাঁথা পরশু শেষ।

ইচ্ছাডানা পরশু শেষ।

সুভাষ সরকার পরশু শেষ।

গ্যালারি ৮৮: শ্যামাশ্রী বসু ৩০ এপ্রিল পর্যন্ত।

অণু গ্যালারি: পরিতোষ সেন, গণেশ পাইন, সুনীল দাস, গণেশ হালুই প্রমুখ ১০ মে পর্যন্ত।

নন্দন: আর্ট ফোটোগ্রাফি ‘হে বৈশাখ’ ২২ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement