চিত্রকলা ও ভাস্কর্য ২

অনুভবের গভীরতায় ছুঁয়ে যায় মন

অর্পিতা মুখোপাধ্যায়ের একক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। তিনি এঁকেছেন গ্রামীণ জীবনের ছবি। আলো-ছায়ার দ্বৈতে লৌকিক জীবনের মগ্ন সৌন্দর্যকে রূপায়িত করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ০০:০০

অর্পিতা মুখোপাধ্যায়ের একক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। তিনি এঁকেছেন গ্রামীণ জীবনের ছবি। আলো-ছায়ার দ্বৈতে লৌকিক জীবনের মগ্ন সৌন্দর্যকে রূপায়িত করেছেন। গৃহকাজে মগ্ন মানবী চালাঘরের দাওয়ায় বসে বটিতে মাছ কাটছে, কেউ বা কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরের পথে যাচ্ছে। রবীন্দ্রনাথের আঁকা মুখাবয়বে সফলভাবে ধরতে পেরেছেন কবির ব্যক্তিত্বকে। ভাবনা ও আঙ্গিকের সংহতিতে তাঁর কাজ গভীর অনুভবকে ছুঁয়ে গেছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • শ্রাবণী গঙ্গোপাধ্যায় ২৪ থেকে ৩০ পর্যন্ত।

উত্তম ভৌমিক, শিবানন্দ সামন্ত ২৩ পর্যন্ত।

শান্তনু সরকার, রঞ্জিত বড়ুয়া, বিপ্লব মণ্ডল প্রমুখ ২৩ পর্যন্ত।

কেমোল্ড গ্যালারি: • শুভ্রা পাল, অগ্নীশ্বর দত্ত প্রমুখ ২৩ থেকে ২৬ পর্যন্ত।

দেবদীপ ঘোষ ২২ পর্যন্ত।

আইসিসিআর: • চুমকি বর্মণ, জয়দীপ বসু প্রমুখ ২০ পর্যন্ত।

তাজবেঙ্গল: • বিজয় বেরা ২৬ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement