চিত্রকলা ও ভাস্কর্য ২

যেখানে ধরা দেয় প্রকৃতির স্নিগ্ধ রূপ

স্পেকট্রাম আর্টিস্ট সার্কল-এর সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। নিসর্গ-রূপায়ণ নিয়ে কাজ করেছেন সকলে। অর্পিতা বসুর প্রবাহিত নদীটি দেশীয় রূপভাবনার দৃষ্টান্ত। সমীর সাহার বিপন্ন বৃক্ষের রূপায়ণ এর বিপরীত।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০০:০০

স্পেকট্রাম আর্টিস্ট সার্কল-এর সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। নিসর্গ-রূপায়ণ নিয়ে কাজ করেছেন সকলে। অর্পিতা বসুর প্রবাহিত নদীটি দেশীয় রূপভাবনার দৃষ্টান্ত। সমীর সাহার বিপন্ন বৃক্ষের রূপায়ণ এর বিপরীত। স্বপন পল্লে-র পাহাড়ি নিসর্গে রয়েছে গাঠনিকতার বৈশিষ্ট্য। মলয় সাহা এঁকেছেন দিগন্ত-ব্যাপ্ত বর্ণিল জলাভূমি। অনুপ গিরি নিসর্গকে বিমূর্তায়িত করেছেন। এ ছাড়াও অংশগ্রহণ করেন— তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবুদ্ধ ঘোষ প্রমুখ।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • শ্যামল শিকদার ৯ পর্যন্ত।

কেরিন জপলিন ১০ পর্যন্ত।

উজ্জ্বল দেবনাথ ৯ পর্যন্ত।

চন্দনাখান, স্বপন নন্দী, সুমন চৌধুরী প্রমুখ ১০ পর্যন্ত।

ভিক্টোরিয়া মেমোরিয়াল: • রে অ্যান্ড দ্য সিটি কাল শেষ।

গ্যালারি গোল্ড: • নেচার অ্যান্ড নির্ভাবনা পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement