চিত্রকলা ও ভাস্কর্য ২

অন্ধকার হতে উৎসারিত আলো

রাজীব গায়েন অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর প্রথম এককে দেখিয়েছেন ৩০-টি জলরঙের ওয়াশ পদ্ধতিতে আঁকা ছবি। শিল্পী ওয়াশ মাধ্যমটিতে দক্ষতার পরিচয় দিয়েছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০০:০০

রাজীব গায়েন অ্যাকাডেমিতে অনুষ্ঠিত তাঁর প্রথম এককে দেখিয়েছেন ৩০-টি জলরঙের ওয়াশ পদ্ধতিতে আঁকা ছবি। শিল্পী ওয়াশ মাধ্যমটিতে দক্ষতার পরিচয় দিয়েছেন। আমাদের দেশে নব্য-ভারতীয় ঘরানায় অবনীন্দ্রনাথ থেকে শুরু করে বহু শিল্পীর সাধনায় এই মাধ্যমটি পরিশীলিত হয়েছে। রাজীবের অন্ধকারের ভিতর থেকে আলো বের করে আনার প্রক্রিয়াটি কল্পনাদীপ্ত ও গভীর অনুভবে সঞ্জীবিত। সাধারণ দৈনন্দিনতাকেই আদর্শায়িত করেছেন তিনি।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • অতনু ঘোষ ২৬ পর্যন্ত।

রাজীব পাল ২৬ পর্যন্ত।

রামরতন দাশ ২৬ পর্যন্ত।

অভিনন্দন বড়ুয়া, বিশ্বনাথ চন্দ প্রমুখ ২৬ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • রামানন্দ বন্দ্যোপাধ্যায় ২৬ নভেম্বর পর্যন্ত।

অভিসার গ্যালারি: • রবীন মণ্ডল, পার্থপ্রতিম দেব, শঙ্কর ঘোষ প্রমুখ ১০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement