চিত্রকলা ও ভাস্কর্য ২

নানা রূপেই শক্তির স্ফুরণ

পেন্টাগন দলটির সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। ভাস্কর দেবাশিস মল্লিক চৌধুরীর ব্রোঞ্জগুলিতে ছিল শক্তির স্ফুরণ। প্যাথলজিক্যাল পরীক্ষা নিয়ে ইনস্টলেশন করেছেন পলাশ পাল।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০০:০০

পেন্টাগন দলটির সম্মেলক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। ভাস্কর দেবাশিস মল্লিক চৌধুরীর ব্রোঞ্জগুলিতে ছিল শক্তির স্ফুরণ। প্যাথলজিক্যাল পরীক্ষা নিয়ে ইনস্টলেশন করেছেন পলাশ পাল। দেশীয় ঐতিহ্যগত রূপান্তর নিয়ে ছবি করেছেন সুব্রত ঘোষ, সর্বাণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। চন্দনা খান নিসর্গ এঁকেছেন সাংকেতিক ভাষায়। যার ভিন্নধর্মী প্রকাশ অঞ্জনা দত্তের এচিংগুলিতে। স্বাভাবিকতায় ঐতিহ্যগত প্রকাশকে মিলিয়েছেন গৌতম সরকার।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • মনসুর আলি ৫ থেকে ২০ অগস্ট পর্যন্ত।

অ্যাকাডেমি: • রীতা ঝুনঝুনওয়ালা ৭ থেকে ১২ পর্যন্ত।

অরুণ মাহান্ত ৪ পর্যন্ত।

মহুয়া রায়, সুপ্রীতি দত্ত প্রমুখ ৫ থেকে ১২ পর্যন্ত।

শুভদ্রা সরকার, চন্দন সরকার প্রমুখ ৫ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • অনির্বাণ হালদার, অর্ক গোস্বামী প্রমুখ ৬ থেকে ১১ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement