চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রকৃতিকে বাঁধবে কেমনে...

নির্জন হাইওয়ে। হেঁটে যাচ্ছে শুধু একলা একজন। হাতে তাঁর সুতোয় বাঁধা মেঘেরা উড়ছে। পথের পাশে বড় হোর্ডিং-এ উড়ন্ত এক আকাশ বকের সারি। প্রকৃতির পায়ে আজ মানুষ কিভাবে শিকল পড়াচ্ছে, তারই এক ছবি এঁকেছেন তরুণ শিল্পী প্রসেনজিৎ দাস।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০০:০১

নির্জন হাইওয়ে। হেঁটে যাচ্ছে শুধু একলা একজন। হাতে তাঁর সুতোয় বাঁধা মেঘেরা উড়ছে। পথের পাশে বড় হোর্ডিং-এ উড়ন্ত এক আকাশ বকের সারি। প্রকৃতির পায়ে আজ মানুষ কিভাবে শিকল পড়াচ্ছে, তারই এক ছবি এঁকেছেন তরুণ শিল্পী প্রসেনজিৎ দাস। শিল্পীর প্রথম একক অনুষ্ঠিত হল অ্যাকাডেমিতে। স্বাভাবিকতাকে কল্পরূপে রূপান্তরিত করে তিনি সভ্যতার ভ্রষ্টতাকে উন্মোচিত করেছেন। অত্যন্ত সম্ভাবনাময় এই শিল্পী।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ৪ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • সৃজন-স্বজন ১ জুন পর্যন্ত

চিত্রকূট: • কালার উৎসব ১ জুন পর্যন্ত।

মায়া আর্ট: • পার্থ দাশগুপ্ত কাল শেষ।

আরও পড়ুন
Advertisement