চিত্রকলা ও ভাস্কর্য ২

ব্যতিক্রমী ভাবনায় সমৃদ্ধ

ছোটরা স্বভাবতই সৃজনশীল। তার পরিচয় পাওয়া গেল অ্যাকাডেমিতে জুলিয়ান ডে স্কুলের ছাত্রছাত্রীদের শিল্পকর্মের প্রদর্শনীতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:০১

ছোটরা স্বভাবতই সৃজনশীল। তার পরিচয় পাওয়া গেল অ্যাকাডেমিতে জুলিয়ান ডে স্কুলের ছাত্রছাত্রীদের শিল্পকর্মের প্রদর্শনীতে। স্কুলের চারটি শাখা কলকাতা, গঙ্গানগর, কল্যাণী ও হাওড়া শাখার ছেলেমেয়েদের কাজ নিয়ে বার্ষিক প্রদর্শনী। শ্রীহান মৈত্রর ‘পাখির সঙ্গে খেলা’ মুগ্ধ করে। সুব্রত পালিতের গরুর পিঠের উপর একটি কুকুরকে দেখা যাচ্ছে। অসামান্য মুহূর্ত। মোহনা সাহা মাছের ছবি করেছেন। ব্যতিক্রমী ভাবনায় সমৃদ্ধ ছিল প্রদর্শনী।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • সমর বসাক ২২ জুন পর্যন্ত।

থার্ড আই ২৩ থেকে ২৯ পর্যন্ত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রদর্শনী ২২ জুন পর্যন্ত।

অর্ধেন্দু, বিশ্বরূপ, চন্দন, দীপঙ্কর প্রমুখ ২২ জুন পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • সলিল বিশ্বাস কাল শেষ।

আরও পড়ুন
Advertisement