চিত্রকলা ও ভাস্কর্য ২

তন্ত্র-প্রতীকে বিমূর্ত রূপকল্প

নব্য-ভারতীয় ঘরানার স্বদেশ ও ঐতিহ্য-সন্ধান নানাভাবে প্রবাহিত হয়ে চলেছে অজস্র শিল্পীর কাজে। দীপঙ্কর মানী পুরাণকল্পমূলক বিষয় নিয়ে ছবি করেন।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০০:০১

নব্য-ভারতীয় ঘরানার স্বদেশ ও ঐতিহ্য-সন্ধান নানাভাবে প্রবাহিত হয়ে চলেছে অজস্র শিল্পীর কাজে। দীপঙ্কর মানী পুরাণকল্পমূলক বিষয় নিয়ে ছবি করেন। চিত্রকূট গ্যালারিতে অনুষ্ঠিত হল তাঁর একক প্রদর্শনী। রৈখিক বিন্যাসে অবয়ব নির্মাণ করে বর্ণপ্রলেপে তিনি প্রশান্তির পরিমণ্ডল সৃষ্টি করেন। দেবদেবীর আলেখ্য যেমন তিনি আঁকেন, তেমনই তন্ত্র-প্রতীকে বিমূর্ত রূপকল্পও গড়ে তোলেন। আধ্যাত্মিক অনুভব তাঁর ছবিতে প্রশান্ত তন্ময়তা নিয়ে আসে।

প্রদর্শনী

Advertisement

চলছে

অ্যাকাডেমি: • সোসাইটি অব ফোটোগ্রাফার্স ৬ পর্যন্ত।

পঙ্কজ মণ্ডল পরশু শেষ।

সুশান্ত সরকার ৬ পর্যন্ত।

ফোর ভিশনস্ ৬ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • আর্টিস্ট গিল্ড ৬ পর্যন্ত।

আলতামিরা: • কলকাতা আর্ট সোসাইটি ১০ পর্যন্ত।

নভটেল কলকাতা: • গৌতম, প্রিয়াঙ্কা ৭ পর্যন্ত।

গ্যালারি সংস্কৃতি: • নান্টুবিহারি দাস ১৮ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement