চিত্রকলা ও ভাস্কর্য ২

দুর্গম পর্বত থেকে মরুভূমি

মণিমালা দে বসু তেলরঙে আঁকা ২০-টি নিসর্গের ছবি নিয়ে সপ্তম একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। দুর্গম পর্বত থেকে দুস্তর মরুভূমি— নানা জায়গায় ভ্রমণ করে তিনি ছবিগুলি এঁকেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০০:০০

মণিমালা দে বসু তেলরঙে আঁকা ২০-টি নিসর্গের ছবি নিয়ে সপ্তম একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। দুর্গম পর্বত থেকে দুস্তর মরুভূমি— নানা জায়গায় ভ্রমণ করে তিনি ছবিগুলি এঁকেছেন। বাংলার সজল প্রান্তর ও বনের ছবিও আছে। প্রতিচ্ছায়াবাদী আঙ্গিক প্রাধান্য পেয়েছে অধিকাংশ ছবিতে। কোথাও কোথাও তা বিমূর্তের দিকেও গেছে। প্রকৃতির প্রতি তাঁর ভালবাসা খুবই আন্তরিক। তবু তাঁর প্রকরণ আরও পরিশীলিত হওয়ার অপেক্ষা রাখে।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • তমালি দাশ ও সঞ্জয় বিশ্বাস ৩ নভেম্বর পর্যন্ত।

দীপক মুখোপাধ্যায় ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত।

অভিসার গ্যালারি: • রবীন মণ্ডল, পার্থপ্রতিম দেব, শঙ্কর ঘোষ প্রমুখ ১০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement