চিত্রকলা ও ভাস্কর্য ২

গ্রামীণ স্থাপত্যের জ্যামিতিক বিন্যাস

সৌমেন খামরুই ভারতীয় চিত্ররীতিকে আধুনিকতায় অভিষিক্ত করার জন্য নিবিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করছেন। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনী। বিষয় নিসর্গ।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:০১

সৌমেন খামরুই ভারতীয় চিত্ররীতিকে আধুনিকতায় অভিষিক্ত করার জন্য নিবিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করছেন। অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনী। বিষয় নিসর্গ। কিন্তু নিসর্গের স্বাভাবিক রূপ পরিহার করে তাকে জ্যামিতিক বিন্যাসে উপস্থাপিত করেছেন। গ্রামীণ স্থাপত্য তাঁর প্রধান একটি বিষয়। এই জ্যামিতিক বিন্যাসে আধুনিকতার যে সংকেত থাকে তাকে ঐতিহ্যের প্রেক্ষাপটে সংস্থাপন করে বিশেষ এক নান্দনিক সংহতি সৃষ্টি করেছেন।

প্রদর্শনী

Advertisement

চলছে

অ্যাকাডেমি: • প্রিয়াঙ্কা কর, গৌতম বর্মন ২৭ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: • মনের মিলন ২৯ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • তনিমা ভট্টাচার্য কাল শেষ।

শ্রীমতি আর্ট: • তনিমা দীপ্তি, গীতা, দেবযানি, মিঠু, দিনেশ কাল শেষ।

শুভেন্দু পালিত, রতন সিংহ ২৭ থেকে ২৯ পর্যন্ত।

সাউথ সিটি: • সমর বসাক ৩০ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement