চিত্রকলা ও ভাস্কর্য ২

চেতনার গহনে কালিমার সন্ধান

প্রকৃতিতে এবং সভ্যতায় যেমন, তেমনি মানুষের মনের ভিতরেও আলো ও কালো পাশাপাশি অবস্থান করে। এই অন্ধকারেরই প্রতীকী রূপ সন্ধান করেছেন গৌতম পাল, অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত তাঁর তৃতীয় একক প্রদর্শনীতে।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০০:০০

প্রকৃতিতে এবং সভ্যতায় যেমন, তেমনি মানুষের মনের ভিতরেও আলো ও কালো পাশাপাশি অবস্থান করে। এই অন্ধকারেরই প্রতীকী রূপ সন্ধান করেছেন গৌতম পাল, অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত তাঁর তৃতীয় একক প্রদর্শনীতে। ২১টি ছবিতে অভিব্যক্তিবাদী রীতিতে তিনি অবয়বকে বিশ্লিষ্ট করেছেন। বের করে আনতে চেয়েছেন চেতনার গহনের কালিমা। তাঁর কল্পরূপাত্মক রূপায়ণ খুবই সংহত ও বলিষ্ঠ। প্রতিবাদী চেতনাই তাঁর প্রধান উপজীব্য।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • আর্ট ইন লাইফ ৭ অক্টোবর পর্যন্ত।

অ্যাকাডেমি: • ইন্ডিয়ান ক্যানভাস ৭ অক্টোবর পর্যন্ত।

কেমোল্ড গ্যালারি: • চন্দন নায়েক ৭ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement