চিত্রকলা ও ভাস্কর্য ২

বিবর্তনের আভাস ফুটে ওঠে

গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত ‘পেট্রিয়ার্ক’ শিরোনামের প্রদর্শনীতে, শিল্পীদের কাজে আধুনিকতার আভাস উঠে এসেছে। বিংশ শতকের আধুনিকতার প্রথম পর্যায়ের শিল্পীদের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় প্রমুখ শিল্পীর কাজ প্রদর্শনীটিকে মর্যাদা দিয়েছে।

Advertisement
মৃ ঘো
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০০:০০

গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত ‘পেট্রিয়ার্ক’ শিরোনামের প্রদর্শনীতে, শিল্পীদের কাজে আধুনিকতার আভাস উঠে এসেছে। বিংশ শতকের আধুনিকতার প্রথম পর্যায়ের শিল্পীদের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় প্রমুখ শিল্পীর কাজ প্রদর্শনীটিকে মর্যাদা দিয়েছে। সাম্প্রতিক শিল্পীদের মধ্যে ভাস্কর্যে ছিলেন শঙ্কর ঘোষ, নিরঞ্জন প্রধান, তাপস সরকার, বিমল কুণ্ডু প্রমুখ। অনিমেষ নন্দী, ওয়াসিম কপূর, নীরেন সেনগুপ্ত প্রমুখ শিল্পীর ছবি বিশেষ অভিঘাত সৃষ্টি করেছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: • জনজিৎ চক্রবর্তী আজ শেষ।

রেঞ্জ গ্যালারি: রবীন মণ্ডল, পার্থ প্রতিম দেব, শঙ্কর ঘোষ প্রমুখ।

অভিসার গ্যালারি: রাম কুমার মান্না, দীপঙ্কর সংকৃত্তায়ন ২২ পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement