চিত্রকলা ও ভাস্কর্য ২

রূপভাবনার স্বাতন্ত্র্যে বৈচিত্রময়

কালার প্যালেট-এর শিল্পীদের ছবি নিয়ে প্রদর্শনী হল অ্যাকাডেমিতে। রূপভাবনার অভিনবত্ব অনস্বীকার্য। নগন সর্দার এঁকেছেন সামাজিক সন্ত্রাসের প্রতীকী ছবি।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০১:৩৫

কালার প্যালেট-এর শিল্পীদের ছবি নিয়ে প্রদর্শনী হল অ্যাকাডেমিতে। রূপভাবনার অভিনবত্ব অনস্বীকার্য। নগন সর্দার এঁকেছেন সামাজিক সন্ত্রাসের প্রতীকী ছবি। সমধর্মী অভিব্যক্তি সৈকত ঘোষালের ছবিতেও। মানস ভৌমিক সংঘাত, শান্তির দ্বৈতকে উদ্ভাসিত করেছেন। বিশ্বজিৎ জানা পৌরাণিক নারী চরিত্রের সাম্প্রতিক মানবীচেতনায় আলো ফেলেছেন। এছাড়াও অংশগ্রহণ করেন বিশ্বজিৎ চৌধুরী, তপন কর, অরূপ মণ্ডল, নবোদয় পাল।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • বিধান চন্দ্র সরকার ২ জুন পর্যন্ত।

ভিক্টোরিয়া মেমোরিয়াল: • রে অ্যাণ্ড দ্য সিটি ৫ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • সৈকত পাত্র কাল শেষ।

গ্যালারি গোল্ড: • নেচার অ্যান্ড নির্ভাবনা ১ জুন পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement