Petrol

ভারতে তেল সরবরাহে পিছোচ্ছে পশ্চিম এশিয়া

পশ্চিম এশিয়া থেকে কেনার পরিমাণ ১৯ মাসে সর্বনিম্ন। তবে ইরানের পরে রাশিয়া এ দেশের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হয়েছে সৌদি আরবকে পিছনে ফেলে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ০৭:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগে উন্নত দুনিয়ার একাংশ রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা বসানোয় বিশ্ব বাজারে সঙ্কট তৈরি হয়েছে। বাণিজ্যমহল এবং জাহাজ ক্ষেত্র সূত্রের তথ্য বলছে, এই পরিস্থিতিতে সেপ্টেম্বরে সার্বিক ভাবে ভারতে তেল আমদানি নেমেছে ১৪ মাসের সব থেকে নীচে। পশ্চিম এশিয়া থেকে কেনার পরিমাণ ১৯ মাসে সর্বনিম্ন। তবে ইরানের পরে রাশিয়া এ দেশের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হয়েছে সৌদি আরবকে পিছনে ফেলে।

নিষেধাজ্ঞা যুঝতে রাশিয়া দামে ছাড় দেওয়ায় ভারত তাদের তেল কেনা বাড়িয়েছে। হালে ছাড়ের অঙ্ক কমলেও, অন্য দেশের তুলনায় তা সস্তা। শিল্পমহল সূত্রের খবর, সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি বেড়েছে ৪.৬%, দৈনিক ৮.৯৬ লক্ষ ব্যারেল। মোট আমদানির প্রায় ২৩ শতাংশই সেখানকার, যা এই নিরিখে সর্বোচ্চ। অথচ অগস্টের চেয়ে পশ্চিম এশিয়া থেকে আমদানি প্রায় ১৬.২% কমে হয়েছে দৈনিক ২২ লক্ষ ব্যারেল।

Advertisement

ভারতের সার্বিক তেল আমদানি গত মাসে ছিল দৈনিক ৩৯.১০ লক্ষ ব্যারেল। আগের বছরের তুলনায় প্রায় ৫.৬% কম। খবর, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, আইওসির মতো সংস্থার শোধনাগার রক্ষণাবেক্ষণই এর কারণ।

আরও পড়ুন
Advertisement