US Federal Reserve

ট্রাম্প প্রেসিডেন্ট হতেই সুদ কমাল ফেড ব্যাঙ্ক, আমেরিকার শীর্ষ ব্যাঙ্কের সিদ্ধান্তে ভারতে কী প্রভাব?

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সুদের হার হ্রাস করল আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক। যার প্রভাব ভারতীয় শেয়ার বাজার-সহ বিভিন্ন ক্ষেত্রে পড়তে চলেছে বলে জানিয়েছেন আর্থিক বিশ্লেষকরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১১:৫৬
US Federal Reserve cut interest rate after Donald Trump victory know impact on India

—প্রতীকী ছবি।

ফের সুদের হার কমাল আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে দেশটির প্রধান আর্থিক প্রতিষ্ঠান। মুদ্রাস্ফীতির পরিমাণ কমাতে চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার সুদের হার হ্রাসের সিদ্ধান্ত নিল ফেডারেল ব্যাঙ্ক। যা ভারত-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শেয়ার বাজারে প্রভাব ফেলেছে।

Advertisement

বুধবার, ৬ নভেম্বর দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। তিনি ভোটে জেতার ৪৮ ঘণ্টার মধ্যেই সুদের হার কমানোর কথা ঘোষণা করল ফেডারেল ব্যাঙ্ক। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরম পাওয়েল। তাঁর কথায়, ‘‘আমরা আর্থিক তথ্যগুলি ভাল ভাবে পরীক্ষা করে দেখবো। ডিসেম্বরের বৈঠকে সুদের হার আরও কমানো যায় কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফেড ব্যাঙ্ক সুদের হার হ্রাস করায় আগামী দিনে আমেরিকায় ঋণের খরচ কমবে। তবে কুর্সিতে বসে কর কমানো, শুল্ক বৃদ্ধি এবং শরণার্থীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। যা মুদ্রাস্ফীতির হারকে বাড়িয়ে তুলতে পারে। সে ক্ষেত্রে সরকারকেই কয়েক লক্ষ কোটি টাকা ঋণ করতে হতে পারে। যা আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের (পড়ুন ফেডারেল ব্যাঙ্ক) সঙ্গে সরকারের সংঘাতকে তরান্বিত করবে।

উদ্বেগের বিষয় হল, গত এক সপ্তাহে আমেরিকার করা ঋণের উপর সুদের হার বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে কর কমানোর সিদ্ধান্ত যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও নির্বাচনী প্রচারে আমজনতার উপর থেকে কর পুরোপুরি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

আমেরিকার ফেড ব্যাঙ্ক সুদের হার কমানোয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা পাবে ভারত। এর জন্য কম সুদ গুণতে হবে নয়াদিল্লিকে। তা ছাড়া এই সিদ্ধান্তে আমেরিকার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। যা আমদানি-রফতানির উপর প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে।

২০২০ সালের মে মাসে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। করোনা অতিমারীর জেরে চাহিদা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। পরবর্তী কালে ফের ২৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে আরবিআই। ফলে বর্তমানে তা ৬.৫ শতাংশে চলে এসেছে। এ বছরের ৪ থেকে ৬ ডিসেম্বর ফের বৈঠকে বসবে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। ওই বৈঠকে রেপো রেটের বদল হয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Advertisement