Share Market

বাজার নামল ৭২৮ পয়েন্ট

বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্ব জুড়ে অনিশ্চয়তার প্রেক্ষিতে বাজারের টানা ঊর্ধ্বমুখী সফর লগ্নিকারীদের ক’মাস ধরে হওয়া লোকসানের বেশ খানিকটা পুষিয়ে দিয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ০৯:৩০
বুধবার সেনসেক্স নামল ৭২৮.৬৯। থামল ৭৭,২৮৮.৫০ অঙ্কে।

বুধবার সেনসেক্স নামল ৭২৮.৬৯। থামল ৭৭,২৮৮.৫০ অঙ্কে। —প্রতীকী চিত্র।

সাত দিনের লাগাতার উত্থানে দাঁড়ি। সেই ১৭ মার্চ থেকে টানা ৪১৮৮.২৮ পয়েন্ট (৫.৬৭%) ওঠার পরে বুধবার সেনসেক্স নামল ৭২৮.৬৯। থামল ৭৭,২৮৮.৫০ অঙ্কে। আর এক সূচক নিফ্‌টি-ও মোট ১২৭১.৪৫ (৫.৬৭%) উঠেছিল। এ দিন ১৮১.৮০ পয়েন্ট পড়ে হয়েছে ২৩,৪৮৬.৮৫।

Advertisement

বিশেষজ্ঞদের বক্তব্য, বিশ্ব জুড়ে অনিশ্চয়তার প্রেক্ষিতে বাজারের টানা ঊর্ধ্বমুখী সফর লগ্নিকারীদের ক’মাস ধরে হওয়া লোকসানের বেশ খানিকটা পুষিয়ে দিয়েছে। তাই এখন আর কেউ বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না। তড়িঘড়ি হাতের শেয়ার বেচে মুনাফা তুলতে নেমেছেন। যার প্রধান কারণ, আমেরিকার ঘোষণা করা আরও এক শুল্ক-হুমকি। সংশ্লিষ্ট মহলের মতে, টানা উত্থানের মধ্যে এক-আধটি দিন এমন পাওয়া গেলে নতুন করে বিনিয়োগের পথও খোলে।

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজ়ুয়েলা থেকে যে সব দেশ পণ্য আমদানি করবে, তাদের পণ্য আমেরিকায় ঢুকলেই ২৫% শুল্ক দিতে হবে। এতে ফের ধাক্কা খেয়েছে গোটা বিশ্ব। তার উপর ভেনেজ়ুয়েলার রফতানি করা তেলের ৫০% কেনে ভারত। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, ভারতীয় পণ্যেও ২৫% শুল্ক বসাবেন ট্রাম্প। মূলত এতেই বাজার পড়েছে এ দিন। বহু লগ্নিকারী হাতে আসা মুনাফা ফেলে না রেখে তুলে নিতে নেমেছিলেন। একই কথা বলছেন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল। তাঁর মতে, ভেনেজ়ুয়েলার কারণটি তো রয়েছেই। সেই সঙ্গে ২ এপ্রিল ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বসাবেন বলে আগেই হুমকি দিয়েছেন ট্রাম্প। তারই প্রতিফলন বাজারে।

Advertisement
আরও পড়ুন