Stock Market Closing Bell

আদানি-কাঁটায় রক্তাক্ত শেয়ার বাজার, ৪২৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

লক্ষ্মীবারে শেয়ার সূচকে দেখা গেল বড় পতন। ৪২৩ পয়েন্ট নেমেছে সেনসেক্স। ২৩ হাজার ৪০০ পয়েন্টের নীচে থাকল নিফটি। ঘুষ মামলায় বিদ্ধ আদানিদের স্টকের দর কমাকেই এর জন্য দায়ী করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:৩৫
Sensex down 423 points Nifty below 23400 on 21 November 2024 amid Adani bribery case

—প্রতীকী ছবি।

ঘুষ মামলায় অভিযুক্ত আদানি গোষ্ঠী। শেয়ার বাজারে পড়েছে তার প্রভাব। লক্ষ্মীবারে সূচক ওঠা তো দূরে থাক, অনেকটাই নেমে গিয়েছে। বৃহস্পতিবার, ২১ নভেম্বর সেনসেক্স ও নিফটি পড়েছে প্রায় ৪২৩ এবং ১৭০ পয়েন্ট। ফলে ফের এক বার লোকসানের মুখে পড়েছেন লগ্নিকারীরা।

Advertisement

দেশের সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান তথা শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে। তিনি ছাড়াও ভাইপো সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা রুজু হয়েছে। সেই খবর ছড়িয়ে পড়তেই হু হু করে নামতে থাকে শেয়ারের সূচক। দিনের মধ্যে কখনওই সেনসেক্স ও নিফটির লেখচিত্রকে ঊর্ধ্বমুখী হতে দেখা যায়নি।

এ দিন সকালে ৭৭,৭১১.১১ পয়েন্টে খুলেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। আর এটাই ছিল দিনের সর্বোচ্চ সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৭৭,১৫৫.৭৯ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। ৪২২.৫৯ পয়েন্ট পড়েছে এর সূচক। শতাংশের নিরিখে যা ০.৫৪।

অন্য দিকে দিন শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) থেমেছে ২৩,৩৪৯.৯০ পয়েন্টে। বাজার খোলার সময়ে ২৩,৪৮৮.৪৫ পয়েন্টে দাঁড়িয়ে ছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৫০৭.৩০ পয়েন্টে উঠেছিল এই শেয়ার সূচক। এতে ১৬৮.৬০ পয়েন্টের পতন দেখা গিয়েছে, যা ০.৭২ শতাংশ।

লক্ষ্মীবারে মোট ১ হাজার ১৮০টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ২ হাজার ৬১৪টি স্টকের। ৮৯টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে এ দিন আদানি গোষ্ঠীর অধিকাংশ সংস্থার সূচক ছিল নিম্নমুখী। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজ়েস এবং আদানি পোর্টসের লগ্নিকারীরা সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখেছেন। দর কমেছে এসবিআই লাইফ ইনশিয়োরেন্স, এনটিপিসি ও স্টেট ব্যাঙ্কের।

অন্য দিকে মরা বাজারে ভাল মুনাফা দিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, এইচসিএল টেক এবং গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়ের। এনার্জি, এফএমসিজি, তেল ও গ্যাস, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, মিডিয়া, গাড়ি নির্মাণকারী এবং সংকর ধাতু প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের দর কমেছে এক থেকে দুই শতাংশ।

রিয়্যাল এস্টেট এবং তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সূচকে যথাক্রমে এক ও ০.৫ শতাংশের উত্থান দেখা গিয়েছে। বিএসইতে মাঝারি ও ছোট পুঁজির সংস্থাগুলির লেখচিত্র নেমেছে ০.৩ এবং ০.৬ শতাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আরও পড়ুন
Advertisement