—প্রতিনিধিত্বমূলক ছবি।
দু’মাসের মধ্যে দু’দফায় ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে গৃহঋণে সুদ কমানোর রাস্তা প্রশস্ত হয়েছে। আবাসন শিল্পের আশা, অন্যান্য ফ্ল্যাট-বাড়ির পাশাপাশি এ বার কম দামিগুলির বিক্রিও ফের বাড়বে।
এই শিল্পের সংগঠন ক্রেডাইয়ের সভাপতি বোমান ইরানি বলেন, ‘‘মন্দার পথে বিশ্ব। সুদ কমানো সময়োপযোগী। এর ফলে মধ্যবিত্ত আরও গৃহঋণ নিতে পারবেন। সাধ্যের আবাসনের চাহিদা বাড়বে।’’ আর এক সংগঠন নারেডকোর সর্বভারতীয় সভাপতি জি হরি বাবুরও মন্তব্য, ‘‘এ বার সাধ্যের ফ্ল্যাট বিক্রি বাড়বে। অবিক্রীতের সংখ্যা কমবে।’’ তাঁর আশা, চাহিদা বাড়বে বাণিজ্যিক আবাসনেরও। উল্লেখ্য, চড়া সুদ এবং দামের কারণে জানুয়ারি-মার্চে ফ্ল্যাট-বাড়ি বিক্রি কমেছে। শাপুরজি পালোনজি রিয়েল এস্টেটের এমডি ভি গোপালকৃষ্ণনের কথায়, ‘‘সুদ কম থাকলে ঋণদান বাড়ে।’’ পূর্তি রিয়েলটির এমডি মহেশ আগরওয়াল বলেন, ‘‘সুদ ছাঁটার সিদ্ধান্ত ইতিবাচক। ব্যাঙ্কে সুদ কমলে বিক্রি গতি পাবে।’’