Shakti Kanta Das

এখন সুদ ছাঁটাই ঝুঁকির: শক্তিকান্ত

গৃহঋণের চড়া সুদে যে ফ্ল্যাট-বাড়ি কেনার সিদ্ধান্ত ধাক্কা খাচ্ছে, সেই অভিযোগ বারবারই করছে আবাসন শিল্প।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ০৯:২৮
শক্তিকান্ত দাস।

শক্তিকান্ত দাস। —ফাইল চিত্র।

খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার সেপ্টেম্বরে ফের ৫% ছাড়িয়েছে। ফলে সুদ কমার সম্ভাবনা যে আরও পিছিয়ে যাবে, এই আশঙ্কা ছিলই। শুক্রবার তা আরও স্পষ্ট করে দিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। পরিষ্কার জানালেন, সুদের হার ছাঁটাইয়ের সময় এটা নয়। এখন সেই পদক্ষেপ করলে, তা হবে অত্যন্ত ঝুঁকির। কারণ খুচরো মূল্যবৃদ্ধি এখনও চড়া। চলতি মাসের হারও বেশি থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

তবে গৃহঋণের চড়া সুদে যে ফ্ল্যাট-বাড়ি কেনার সিদ্ধান্ত ধাক্কা খাচ্ছে, সেই অভিযোগ বারবারই করছে আবাসন শিল্প। এ দিন এক সমীক্ষা মারফত বিষয়টি তুলে ধরেছে বণিকসভা ফিকি এবং উপদেষ্টা অ্যানারক। যেখানে তারা দেখিয়েছে সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৬১৫ জনের প্রায় ৯০ শতাংশই মনে করেন, সুদের হার ৯% পেরোলে তাঁদের ফ্ল্যাট-বাড়ি কেনার সিদ্ধান্তে বড়সড় প্রভাব পড়ে।

এ দিন এক অনুষ্ঠানে শক্তিকান্তের বার্তা, মূল্যবৃদ্ধি যখন সাড়ে পাঁচ শতাংশ (৫.৪৯%), তখন সুদ কমানো খুবই ঝুঁকির। বিশেষত তা যখন আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কবে নাগাদ সুদ কমতে পারে, সেই ইঙ্গিত দিতেও অস্বীকার করেন তিনি। বলেন, আগামী দিনে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি নির্ভর করবে অর্থনীতির পরিস্থিতি এবং সেই সময়কার পরিসংখ্যানের উপর।

সংবাদ সংস্থা

আরও পড়ুন
Advertisement