FDI

বিমায় ১০০% এফডিআই-এর প্রস্তাব

আর্থিক পরিষেবা দফতর বিমা আইন সংশোধনের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে ১০ ডিসেম্বরের মধ্যে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৩২

— প্রতীকী চিত্র।

অর্থ মন্ত্রক ১৯৩৮ সালের বিমা আইনের বিভিন্ন ধারা সংশোধনের প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটি এই ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১০০% করা। বর্তমানে ভারতে বিমা শিল্পে ৭৪% পর্যন্ত বিদেশি লগ্নিতে সায় রয়েছে। প্রস্তাবে একই বিমা সংস্থাকে জীবন, স্বাস্থ্য এবং অন্যান্য সাধারণ বিমা প্রকল্প বিক্রির অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে। আর্থিক পরিষেবা দফতর বিমা আইন সংশোধনের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে ১০ ডিসেম্বরের মধ্যে।

Advertisement

এর আগেও এক বার আর্থিক পরিষেবা দফতর বিমা আইন বদলের প্রস্তাবে দেশবাসীর মতামত চেয়েছিল। সেটা ছিল ২০২২-এর ডিসেম্বর। এ বারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রের দাবি, আরও বেশি মানুষকে বিমার ছাতার তলায় আনতে এবং পরিষেবার খরচ কমাতেই এই উদ্যোগ। বিদেশি পুঁজির রাস্তা চওড়া করলে বিমা শিল্পের উন্নয়নও ত্বরাণ্বিত হবে। লক্ষ্য, বিমাকারীদের স্বার্থ রক্ষা, আর্থিক সুরক্ষা বৃদ্ধি এবং বেশি সংস্থাকে বাজারে প্রবেশের সুযোগ দেওয়া। যা সংস্থাগুলির দক্ষতা বাড়াবে। আর্থিক বৃদ্ধির পথ প্রসারের পাশাপাশি আরও বেশি কর্মসংস্থানের সুযোগও করে দেবে।

সংশ্লিষ্ট মহলের মতে, শেষ পর্যন্ত বিমা আইন সংশোধিত হলে ভারতে পুরো বিদেশি মালিকানার বিমা সংস্থা চালু হতে পারবে। প্রতিযোগিতা বাড়বে। বিদেশি লগ্নিকারীদের বিমা শিল্পে পা রাখতে হলে এখন ভারতীয় সংস্থার সঙ্গে জোট বাঁধতে হয়। যাতে দেশীয় সংস্থার অন্তত ২৬% শেয়ার থাকে। কেন্দ্র জানিয়েছে, প্রস্তাব আনা হয়েছে বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র সঙ্গে কথা বলেই।

আরও পড়ুন
Advertisement