—প্রতীকী ছবি।
এক বারে লাখ টাকা লগ্নি, না কি ১০ বছর ধরে হাজার টাকা বিনিয়োগ। কোন প্ল্যানে টাকা রাখা বেশি লাভজনক? বিষয়টি বুঝতে হলে মিউচুয়াল ফান্ড লাম্পসাম এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির পার্থক্য বুঝে নেওয়া দরকার। বর্তমান সময়ে আর্থিক দিক থেকে লাভবান হতে অনেকেই এই দু’টি জায়গায় লগ্নি করছেন।
বিশেষজ্ঞদের দাবি, মিউচুয়াল ফান্ড লাম্পসামে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে আনুমানিক ১০ শতাংশ সুদ পাবেন গ্রাহক। ফলে ১০ বছর পর সুদেমূলে তাঁর হাতে আসবে ২ লক্ষ ৫৯ হাজার টাকা। বাজার অর্থনীতি আরও ভাল হলে, এর চেয়ে বেশি ফেরত পেতে পারেন তিনি।
অন্য দিকে, হাজার টাকার এসআইপিতে ১০ বছর শেষে সুদেমূলে ২.০৬ লক্ষ টাকা পাবেন গ্রাহক। এ ক্ষেত্রে ১.২ লক্ষ টাকা লগ্নি করবেন তিনি। অর্থাৎ, মিউচুয়াল ফান্ড লাম্পসামের থেকে বেশি বিনিয়োগ করে কম টাকা ফেরত পাবেন লগ্নিকারী।
তবে এই ধরনের বিনিয়োগে বেশ কয়েকটি বিষয় গ্রাহককে মাথায় রাখতে হবে। প্রথমত, মিউচুয়াল ফান্ড লাম্পসামে লগ্নি এসআইপির থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বাজার অস্থির হলে গ্রাহকের লোকসানের আশঙ্কা বেশি থাকবে। অন্য দিকে, স্বল্প মেয়াদে বাজারের ওঠাপড়ার উপর এসআইপির সূচক নিম্নমুখী হয় না বললেই চলে।
(বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই ধরনের তহবিলে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)