Income Tax Return Deadline

বর্ষশেষে করদাতাদের স্বস্তি, আইটি রিটার্ন নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ছিল ২০২৪-’২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ। একে আরও দু’সপ্তাহ বৃদ্ধি করেছে কেন্দ্র। নতুন বছরের কত তারিখ পর্যন্ত নথি জমা করা যাবে, এই প্রতিবেদনে রইল হদিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:১২
Income tax return for belated or revised filing last date extended to 15th January 2025

—প্রতীকী ছবি।

২০২৪-’২৫ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন (আইটি রিটার্ন) জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র। নতুন বছরের (পড়ুন ২০২৫) ১৫ জানুয়ারি পর্যন্ত এই নথি জমা করতে পারবেন আয়করদাতারা। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর সময়সীমা শেষ হবে বলে আগে ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু বর্ষশেষে সেটাই আরও দু’সপ্তাহ বৃদ্ধি করল আয়কর দফতর।

Advertisement

এ দিন বেলা ১২টা নাগাদ এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে আয়কর দফতরের নিয়ন্ত্রণে থাকা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। সেখানেই বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছে। ১৯৬১ সালের আয়কর আইনের ১১৯ নম্বর ধারা বলে করদাতাদের এই অতিরিক্ত সময় দিচ্ছে সিবিডিটি।

করদাতাদের একাংশ অনেক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা করেন না বা করতে পারেন না। তাঁদেরই বিলম্বিত আয়কর রিটার্ন জমা করার সুযোগ দিয়ে থাকে সরকার। আবার আয়কর রিটার্নে জমা দেওয়া তথ্যে ভুল থাকলে সেগুলি সংশোধন করে ফের জমা করতে হয়। একেই সংশোধিত রিটার্ন বলে থাকে আয়কর দফতর।

প্রতি বছর বেতনভোগী এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য থাকে ৩১ জুলাই। এর পর রিটার্ন জমা করলে আয়কর আইনের ১৩৯(৪) নম্বর ধারা অনুযায়ী দিতে হয় জরিমানা। কর বকেয়া থাকলে জরিমানার পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার টাকা। কিন্তু কর বকেয়া না-থাকলে জরিমানার ক্ষেত্রে তারতম্য রয়েছে।

রিটার্ন জমা দেওয়া ব্যক্তির আয় করযোগ্য হলে এবং তার পরিমাণ একটি নির্দিষ্ট অঙ্কের নীচে হলে হাজার টাকা জরিমানা প্রযোজ্য হবে। আবার সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় তিন লক্ষ টাকার মৌলিক ছাড়ের চেয়ে কম হলে, দেরিতে রিটার্ন দাখিল করলেও কোনও জরিমানা দিতে হবে না।

চলতি বছরের ১৭ ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে ২০২৩-’২৪ আর্থিক বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া সংক্রান্ত তথ্য প্রকাশ করেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। দেশের মোট জনসংখ্যার মাত্র ৬.৬৮ শতাংশ আয়কর রিটার্ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন