Gold Rate Dips

পয়লা বৈশাখে কলকাতায় সস্তা হল গয়না সোনা, বিয়ের মরসুমে আশা- আশঙ্কার দোলাচলে অলঙ্কার ব্যবসায়ীরা

পয়লা বৈশাখে কলকাতার বাজারে কমল গয়না সোনার দাম। বিয়ের মরসুমে কতটা সস্তা হবে হলুদ ধাতু?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১১:২২
Representative Picture

—প্রতীকী ছবি।

পয়লা বৈশাখে অলঙ্কারপ্রেমীদের জন্য সুখবর। বাংলা নববর্ষের প্রথম দিনে সস্তা হল সোনা। কলকাতায় হলমার্ক যুক্ত হলুদ ধাতুর দাম কমেছে প্রতি ১০ গ্রামে ২৫০ টাকা। সমপরিমাণ সস্তা হয়েছে খুচরো পাকা সোনা এবং সোনার বাট। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী চার মাস রয়েছে বিয়ের মরসুম। তার আগে সোনার দাম কমায় কিছুটা স্বস্তি পেলেন নতুন সংসার শুরু করতে চলা যুগলেরা। যদিও তা কত ক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সন্দিহান গয়না ব্যবসায়ীরা।

Advertisement

মঙ্গলবার, ১৫ এপ্রিল কলকাতার বাজারে হলমার্কযুক্ত ১০ গ্রাম গয়না সোনার (পড়ুন ২২ ক্যারেট) দাম দাঁড়িয়েছে ৮৯ হাজার ৬০০ টাকা। অন্য দিকে খুচরো পাকা সোনা (পড়ুন ২৪ ক্যারেট) বিক্রি হচ্ছে ৯৪ হাজার ৩০০ টাকা/১০ গ্রাম দরে। সমপরিমাণ ২৪ ক্যারেটের পাকা সোনার বাটের দাম ৯৩ হাজার ৮০০ টাকায় গিয়ে ঠেকেছে।

চলতি মাসের ৯ এপ্রিল কলকাতার বাজারে শেষ বার কমেছিল সোনার দাম। ওই দিন গয়না তৈরির ১০ গ্রাম হলুদ ধাতুর দর ৫৫০ টাকা হ্রাস পেয়ে ৮৪ হাজার ৫৫০ টাকায় নেমে আসে। পরবর্তী চার দিনে সোনার দামের সূচক ছিল ঊর্ধ্বমুখী। ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে কলকাতায় ৫,৩০০ টাকা বৃদ্ধি পায় গয়না সোনার দর। অবশেষে পয়লা বৈশাখের দিনে সেই সূচক নিম্নমুখী হওয়ায় দোকানে ভিড় বাড়বে বলে মনে করছেন গয়না ব্যবসায়ীরা।

বিশ্লেষকদের একাংশের দাবি, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার জেরে ফের লগ্নিকারীরা সোনায় বেশি করে বিনিয়োগ করতে শুরু করেছেন। ফলে চাহিদা বৃদ্ধি পাওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এর কারণ, সব সময়ের জন্যেই হলুদ ধাতুকে নির্ভরযোগ্য সঞ্চয় বলে মনে করা হয়েছে। কিন্তু এর জেরে অলঙ্কার ব্যবসায়ী এবং মধ্যবিত্ত আমজনতার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

উল্লেখ্য, রাজধানী দিল্লিতে ১০ গ্রাম গয়না সোনার দর ৯৫ থেকে ৯৭ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিশ্লেষকদের একাংশের দাবি, বাংলা নববর্ষের প্রথম সপ্তাহেই এক লক্ষ টাকা ছাপিয়ে যাবে হলুদ ধাতুর দর। সে ক্ষেত্রে বিয়ের মরসুমে অলঙ্কার ব্যবসার মার খাওয়ার আশঙ্কা প্রবল।

Advertisement
আরও পড়ুন