Gautam Adani

ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫ জনের বাইরে চলে গেলেন ‘মোদীর ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানি

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। মোট সম্পদের আনুমানিক মূল্য ৪,২৭০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৮
Gautam Adani slips out of the top 25 list of world’s richest persons after Hindenburg Research report

লগ্নিকারীদের ভরসা ফেরেনি আশ্বাসেও, এক মাসেই বিশ্বের ধনী তালিকায় তৃতীয় থেকে ২৯তম স্থানে চলে গেলেন আদানি। ফাইল চিত্র।

ধনকুবেরদের তালিকায় ক্রমশই নামছেন গৌতম আদানি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এ বার প্রথম ২৫-এর বাইরে চলে গেলেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত এই শিল্পপতি! আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আদানির ‘অধঃপতনের’ বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের অনেকেই।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। মোট সম্পদের আনুমানিক মূল্য ৪,২৭০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)। গত ২৫ জানুয়ারি বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধনকুবের। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স বলছে, সে দিন বিকেল ৫টার সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার (প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা)।

Advertisement

এর পরেই প্রকাশিত হয় আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের সেই বিতর্কিত রিপোর্ট। যেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। যার জেরে শুরু হয় আদানিদের সংস্থাগুলির শেয়ার দরের পতন। ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর বুধবারের তালিকা অবশ্য জানাচ্ছে ধনী তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। ফোর্বসের হিসাবে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার (প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা)।

Advertisement
আরও পড়ুন