Foreign Interest

এক বছরে বৃদ্ধি ১০.৭ শতাংশ! আশঙ্কা বাড়িয়ে আরও বাড়ল ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রিপোর্ট দেখলে বোঝা যাচ্ছে, আয়ের নিরিখে সুদ ও আসল মেটানোর ব্যয়ের অনুপাত ৬.৭% থেকে ৬.৬ শতাংশে নামাতে পেরেছে ভারত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৯:৪৪
ভারতীয় মুদ্রার শক্তি কমেছে।

ভারতীয় মুদ্রার শক্তি কমেছে। —প্রতীকী চিত্র।

গত কয়েক মাসে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার শক্তি কমেছে। টাকার এই দোলাচলে মাথা তুলল ভারতের বৈদেশিক ঋণও। আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশ করা পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে সেই বোঝা পৌঁছেছে ৭১,৭৯০ কোটি ডলারে। যা এক বছর আগের তুলনায় ১০.৭% বেশি। ২০২৩ সালের একই সময়ে তা ৬৪,৮৭০ কোটি ছিল। শুধু তা-ই নয়, আলোচ্য সময়ের আগের ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) চেয়েও বিদেশি ঋণ (৭১,২৭০ কোটি ডলার) বেড়েছে ০.৭%। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রিপোর্ট দেখলে বোঝা যাচ্ছে, আয়ের নিরিখে সুদ ও আসল মেটানোর ব্যয়ের অনুপাত ৬.৭% থেকে ৬.৬ শতাংশে নামাতে পেরেছে ভারত। তবে বেসরকারি ক্ষেত্রের ঋণ অনেকটা বেড়ে গিয়েছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন