Coal Exchange

কয়লার এক্সচেঞ্জ শীঘ্রই

কয়লা উৎপাদনে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। বেশ কিছু খনি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। তাদের একাংশ উৎপাদনও শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৭:০০
এক্সচেঞ্জে নেট মাধ্যমে কয়লার নিলাম (ই-অকশন) পরিচালনায় আগ্রহী এমজাংশন।

এক্সচেঞ্জে নেট মাধ্যমে কয়লার নিলাম (ই-অকশন) পরিচালনায় আগ্রহী এমজাংশন। —প্রতীকী চিত্র।

কয়লা বিপণনের জন্য ‘কোল স্পট এক্সচেঞ্জ’ তৈরির কাজ মাস তিন-চারেকের মধ্যেই শেষ হবে বলে আশা। পণ্য বা কমোডিটি লেনদেনের এক্সচেঞ্জের ধাঁচে ওই বিশেষ ব্যবস্থা চালুর উদ্যোগ ভারতে এই প্রথম। সম্প্রতি কলকাতায় কয়লা বিপণনকারী এমজাংশন সার্ভিসেসের এক সভার শেষে সংস্থার এমডি বিনয় বর্মা জানান, কী ভাবে সেটি কাজ করবে তার নিয়ম তৈরি করছে কেন্দ্র। আশা, মাস তিন-চারেকেই চূড়ান্ত হবে। এক্সচেঞ্জে নেট মাধ্যমে কয়লার নিলাম (ই-অকশন) পরিচালনায় আগ্রহী এমজাংশন।

কয়লা উৎপাদনে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। বেশ কিছু খনি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। তাদের একাংশ উৎপাদনও শুরু করেছে। বর্মা বলেন, ‘‘মূলত ওই সংস্থাগুলির বিপণনে বিশেষ ব্যবস্থা চালু করাই কয়লা লেনদেনের এক্সচেঞ্জ তৈরির অন্যতম উদ্দেশ্য।’’ এমজাংশন বিদেশেও কয়লার ই-অকশন করবে। এর জন্য দক্ষিণ আফ্রিকার কিছু দেশের সঙ্গে কথা চলছে, জানান বর্মা।

সভায় কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ জানান, এই অর্থবর্ষে তাঁরা ৭৮.৮ কোটি টন কয়লা উৎপাদন করবেন। তবে সরবরাহ হবে কম, ৭৬.৫ কোটি টনের বেশি নয়। কুম্ভ মেলার জন্য প্রয়োজন মতো রেলের ওয়াগান না পাওয়াই এর কারণ। এ নিয়ে রেল মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন তিনি। সমস্যা কাটতে শুরু করেছে।

আরও পড়ুন