UPI Incentives

দু’হাজার টাকা ইউপিআই লেনদেনে ‘ইনসেনটিভ’! হালখাতার মুখে ছোট ব্যবসায়ীদের মেগা উপহার মোদীর

ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ইউপিআই লেনদেনে এ বার ‘ইনসেনটিভ’ প্রকল্প চালু করল নরেন্দ্র মোদী সরকার। এর জন্য আনুমানিক ১,৫০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৯:২৩
UPI Transaction

প্রতীকী ছবি।

ভিম অ্যাপের মাধ্যমে ইউপিআইতে অল্প টাকা লেনদেনের ক্ষেত্রে এ বার ‘ইনসেনটিভ’ চালু করল কেন্দ্র। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) ১৯ মার্চ, অর্থাৎ বুধবার থেকেই এই সুবিধা পাবেন গ্রাহকেরা। এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে।

Advertisement

এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এ ব্যাপারে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি লেখেন, ‘‘স্বল্পমূল্যের ইউপিআই লেনদেনের প্রচারের জন্য ‘ইনসেনটিভ’ প্রকল্পটিকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এতে আরও উৎসাহ পাবে ডিজিটাল পেমেন্ট। শুধু তা-ই নয়, এটি জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।’’

সংশ্লিষ্ট প্রকল্পে ছোট ব্যবসায়ীদের ‘ইনসেনটিভ’ দিতে কেন্দ্রের আনুমানিক খরচ হবে ১,৫০০ কোটি টাকা। প্রকল্প অনুযায়ী, ইউপিআইতে পার্সন টু মার্চেন্ট (ক্রেতাদের থেকে ব্যবসায়ী) দু’হাজার টাকা লেনদেনের উপর ০.১৫ শতাংশ ইনসেনটিভ পাবেন তাঁরা। বড় ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের লেনদেনে কোনও ইনসেনটিভ পাবেন না।

এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইউপিআইতে ‘ইনসেনটিভ’ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি জারি করে সরকার। সেখানে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল বাজারের লেনদেনকে আরও দ্রুত ও সহজতর করে তোলা। পাশাপাশি এর মাধ্যমে ঋণের বর্ধিত অ্যাক্সেস আমজনতার মধ্যে ছড়িয়ে দিতে চাইছে সরকার। এতে সাধারণ নাগরিকেরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই নির্বিঘ্নে অর্থ প্রদানের সুবিধা পাবেন।

‘ইনসেনটিভ’ প্রকল্প বাস্তবায়নের ফলে ছোট ব্যবসায়ীরা অতিরিক্ত খরচ ছাড়াই ইউপিআই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এতে প্রতি তিন মাস অন্তর অনুমোদিত ইনসেনটিভের ৮০ শতাংশ সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের বিতরণ করবে ব্যাঙ্ক।

Advertisement
আরও পড়ুন