Trump’s Tariff Impact on Auto and Pharma Stock

ট্রাম্পের শুল্ক-বাণে ধরাশায়ী গাড়ি- ফার্মার স্টক, লোকসান এড়াতে কী করবেন লগ্নিকারীরা?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতি শুরু করতে চলায় ভারতীয় শেয়ার বাজারের উপর পড়েছে তার প্রভাব। হু-হু করে নেমেছে গাড়ি নির্মাণকারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলির স্টকের সূচক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৩:০৯
Representative Picture

—প্রতীকী ছবি।

২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক নীতি চালু করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় শেয়ার বাজারে ইতিমধ্যেই পড়়েছে তার প্রভাব। হু-হু করে নেমে গিয়েছে গাড়ি নির্মাণকারী এবং ফার্মা সংস্থাগুলির স্টকের সূচক। ফলে মোটা অঙ্কের লোকসানের মুখ দেখতে হচ্ছে লগ্নিকারীদের। এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা। তাই বিনিয়োগের ব্যাপারে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Advertisement

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহের তিন দিন নিম্নমুখী ছিল গাড়ি এবং ফার্মা স্টকের সূচক। সব মিলিয়ে শেয়ারগুলির দাম পড়েছে কম-বেশি ছ’শতাংশ। এ ছাড়া তিন সেশনে নিফটি অটো ইনডেক্স দু’শতাংশের বেশি নিম্নমুখী থেকেছে বলে জানা গিয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন টাটা মোটরস, অশোক লেল্যান্ড থেকে শুরু করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো বড় পুঁজির গাড়ি নির্মাণকারী সংস্থার বিনিয়োগকারীরা।

বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বিক্রি কমতে পারে টাটাদের জাগুয়ার ল্যান্ড রোভারের। আর তাই তিন সেশনে টাটা মোটরসের শেয়ারের দর ছ’শতাংশ নেমে গিয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে ছড়িয়ে আছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনালের ব্যবসা। এই সংস্থার স্টক ১.৬ শতাংশ সস্তা হয়েছে। এ ছাড়া সোনা বিএলডব্লু প্রিসিশন ফোরজিঙ্কসের শেয়ারের দাম গত চারটি সেশনে আট শতাংশের বেশি কমে গিয়েছে।

অন্যান্য গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে ভারত ফোর্জ, টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ়, অশোক লেল্যান্ড, বজাজ় অটো, মারুতি সুজ়ুকি ইন্ডিয়া, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইশার মোটরস এবং এমআরএফের স্টকের দামে ৩.৫ শতাংশ থেকে ০.৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। অন্য দিকে নিফটি ফার্মা ইনডেক্স নেমেছে ২.৩ শতাংশ। এতে ২০টার মধ্যে ১৭টি স্টকের সূচক নিম্নমুখী রয়েছে।

এই পরিস্থিতিতে লগ্নিকারীদের ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন আর্থিক বিশ্লেষকেরা। তাঁদের দাবি, এই ক্ষতি সাময়িক। কারণ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজ়েশনের মতো সংস্থাও জানিয়ে দিয়েছে ট্রাম্পের শুল্ক-যুদ্ধে তেমন কোনও লোকসান হবে না ভারতের। ফলে পারস্পরিক শুল্ক নীতির প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে অটো এবং ফার্মা স্টকগুলি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন তাঁরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Advertisement
আরও পড়ুন