পিএফ দফতরে (ইপিএফও) জমা না দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।
বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা জমা না পড়ার অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করল সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। আজ সংসদে এই সংক্রান্ত রিপোর্ট পেশ হয়েছে। সেখানে জানানো হয়েছে, শুধু নিয়োগকারীর অংশ নয়, কর্মীদের বেতন থেকে কাটা টাকাও পিএফ দফতরে (ইপিএফও) জমা না দেওয়ার অভিযোগ উঠছে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। এমন অভিযোগ সামনে এলে ইপিএফও-র সঙ্গে যোগাযোগ করে দ্রুত তা সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে কমিটি।
কর্মীর মূল বেতনের ১২% তাঁর পিএফ অ্যাকাউন্টে জমা পড়ার কথা। নিয়োগকারীরও দেওয়ার কথা সমপরিমাণ অর্থ। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা অছি গঠন করেও সেখানে দুই পক্ষের অর্থ জমা করে। আজ কেন্দ্রের কর্মিবর্গ দফতরের সংসদীয় স্থায়ী কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, কমিটির নজরে এসেছে, বেসরকারি নিয়োগকারীদের অনেকেই পিএফে নিজেদের অংশের টাকা জমা দিচ্ছে না। অনেকের ক্ষেত্রে আবার কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া টাকাও জমা না দেওয়ার ঘটনা ঘটছে