প্রতীকী চিত্র
শীতকালে কম তাপমাত্রা এবং বাতাসের শুষ্কতার কারণে অনেক ধরনের ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পায়। আর্দ্রতা হ্রাসের ফলে শ্লেষ্মা ঝিল্লি শুকিয়ে গিয়ে ভাইরাসের আক্রমণ সহজ করে তোলে। শীতকালে সাধারণত সর্দি, ফ্লু এবং ‘সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার’-এর (এসএডি) মতো অসুস্থতাগুলি বেশি দেখা যায়। তবে এই সময়ে সবচেয়ে বেশি যে সমস্যাটা মাথাচাড়া দিয়ে ওঠে, সেটা হল ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগ। কিন্তু সময় ও পরিস্থিতির সঙ্গে কেন বাড়ছে ফুসফুসের রোগ?
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে এইচপি ঘোষ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট পালমোনোলজিস্ট চিকিৎসক অংশুমান মুখোপাধ্যায় এ বিষয়ে সবিস্তার জানিয়েছেন।
ভিডিয়ো লিঙ্ক:
চিকিৎসক অংশুমান মুখোপাধ্যায়ের মতে, “বছর বছর শীতকালে ফুসফুসের অসুখ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা থেকে রেহাই পেতে যাঁদের আগে থেকেই ফুসফুসের কোনও রোগ রয়েছে, তাঁরা শীতকাল আসা মাত্রই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। সময়মতো ভ্যাকসিনেশন করিয়ে নিন। বিকেলে বা ভোরের দিকে যখন কুয়াশা বেশি থাকে, তখন বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। এ ছাড়াও প্রচুর পরিমাণে জল, শাকসবজি খেতে হবে। যাতে অসুখ হলেও তা প্রতিরোধ করার যথাযথ ক্ষমতা থাকে।”
হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪
বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/
এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’— এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।