০১
০৭
টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের কথা অনেকেরই জানা। দেবীর নিত্যদর্শন থেকে পুজোর রাত– ভক্তদের ভিড় লেগেই থাকে।
০২
০৭
এ বার সেই কালী মন্দিরের ইতিহাস নিয়ে নতুন ভাবে কাজ করলেন মেকআপ শিল্পী পঙ্কজ বিশ্বাস।
০৩
০৭
মানুষকে নিজের তুলির টানে সাজিয়ে গুছিয়ে তৈরি করে ফেললেন নিখাদ কালীমূর্তি!
Advertisement
০৪
০৭
পুরোটাই মেকআপ। এমন জীবন্ত মূর্তি দেখে চমকিত টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের প্রতিটি দর্শনার্থী।
০৫
০৭
টানা কয়েক ঘণ্টার মেকআপ। তাতেই পঙ্কজ মানুষকে নিয়ে তৈরি করেছেন মা কালী ও মহাকাল বিগ্রহ। যা দেখে বোঝা মুশকিল মূর্তি না মানুষ!
Advertisement
০৬
০৭
শিল্পীর কথায়, ‘‘বহু দিন থেকে ইচ্ছে ছিল মা কালীর প্রজেক্ট নিয়ে কাজ করার। তুলির টানে দেবীকে প্রাণবন্ত করার ইচ্ছা ছিল। তার থেকেই সাহস করে এগিয়েছি।’’
০৭
০৭
পঙ্কজ বললেন, ‘‘সবার ভাল লেগেছে দেখে খুব খুশি আমি। সবাইকে ধন্যবাদ জানাই।’’ এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
Advertisement