Kolkata theme pandals

উত্তর কলকাতার এই পাড়ায় এসে ৮০০০ টাকাতেও বানিয়ে নিন থিমের প্যান্ডেল, নিয়ে যেতে পারেন টুকরো করেও

উত্তর কলকাতায় আছে এমন এক পাড়া, যেখানে রাস্তার দু’পাশ ধরে পুজো অনুযায়ী তৈরি হয় ছোট ছোট থিমের প্যান্ডেল।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১০:৩৪
০১ ১৪
দুর্গাপুজোর মতো কালীপুজোতেও এখন থিমের রমরমা। বড় বড় ক্লাবগুলি পুজো শুরুর বেশ কিছু মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে, কোন থিমের প্যান্ডেল হবে এবং কোন শিল্পী বানাবেন।

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও এখন থিমের রমরমা। বড় বড় ক্লাবগুলি পুজো শুরুর বেশ কিছু মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে, কোন থিমের প্যান্ডেল হবে এবং কোন শিল্পী বানাবেন।

০২ ১৪
এই থিমের প্যান্ডেলগুলির বাজেট আকাশছোয়াঁ, যা সাধারণ পাড়ার ছোট ছোট ক্লাবগুলির নাগালের বাইরে।

এই থিমের প্যান্ডেলগুলির বাজেট আকাশছোয়াঁ, যা সাধারণ পাড়ার ছোট ছোট ক্লাবগুলির নাগালের বাইরে।

০৩ ১৪
তা হলে কি তারা দুর্গাপুজো বা কালীপুজোয় থিমের প্যান্ডেল করবে না?

তা হলে কি তারা দুর্গাপুজো বা কালীপুজোয় থিমের প্যান্ডেল করবে না?

Advertisement
০৪ ১৪
উত্তর কলকাতায় আছে এমন এক পাড়া, যেখানে রাস্তার দু’পাশ ধরে পুজো অনুযায়ী তৈরি হয় ছোট ছোট থিমের প্যান্ডেল।

উত্তর কলকাতায় আছে এমন এক পাড়া, যেখানে রাস্তার দু’পাশ ধরে পুজো অনুযায়ী তৈরি হয় ছোট ছোট থিমের প্যান্ডেল।

ছবি ঋণ: সঞ্জীব ইউটিউব চ্যানেল

০৫ ১৪
রমেশ দত্ত স্ট্রিটের রামবাগান অঞ্চলে রয়েছেন বহু প্যান্ডেল কারিগর, যাঁরা থিম অনুযায়ী বানিয়ে দেন মনের মতো প্যান্ডেল।

রমেশ দত্ত স্ট্রিটের রামবাগান অঞ্চলে রয়েছেন বহু প্যান্ডেল কারিগর, যাঁরা থিম অনুযায়ী বানিয়ে দেন মনের মতো প্যান্ডেল।

Advertisement
০৬ ১৪
দক্ষিণেশ্বর হোক কিংবা শিবলিঙ্গ, ক্লাবের পরিকল্পনা মতো বাজেট অনুযায়ী এই কারিগরেরা তাঁদের নিপুণ শৈলীতে তৈরি করে দেন প্যান্ডেল।

দক্ষিণেশ্বর হোক কিংবা শিবলিঙ্গ, ক্লাবের পরিকল্পনা মতো বাজেট অনুযায়ী এই কারিগরেরা তাঁদের নিপুণ শৈলীতে তৈরি করে দেন প্যান্ডেল।

ছবি ঋণ: সঞ্জীব ইউটিউব চ্যানেল

০৭ ১৪
১৫০০০, ১০০০০ এমনকি ৮০০০ টাকাতেও এখানে প্যান্ডেল বানাতে পারবেন!

১৫০০০, ১০০০০ এমনকি ৮০০০ টাকাতেও এখানে প্যান্ডেল বানাতে পারবেন!

Advertisement
০৮ ১৪
ছোট প্যান্ডেল তৈরির পরিকল্পনা থাকলে পুজোর ২ সপ্তাহ আগেও অর্ডার দেওয়া যায়। তবে যদি একটু বড় প্যান্ডেল করার থাকে, তবে জানাতে হয় ২ মাস আগে।

ছোট প্যান্ডেল তৈরির পরিকল্পনা থাকলে পুজোর ২ সপ্তাহ আগেও অর্ডার দেওয়া যায়। তবে যদি একটু বড় প্যান্ডেল করার থাকে, তবে জানাতে হয় ২ মাস আগে।

০৯ ১৪
পুজোর মরসুম অনুযায়ী বদলে যায় পাড়ার রূপ। দুর্গাপুজোর সময়ে তার থিমে রাস্তার দু’পাশে তৈরি হয় প্যান্ডেল।

পুজোর মরসুম অনুযায়ী বদলে যায় পাড়ার রূপ। দুর্গাপুজোর সময়ে তার থিমে রাস্তার দু’পাশে তৈরি হয় প্যান্ডেল।

১০ ১৪
আবার কালীপুজোর সময়ে পরিকল্পনামাফিক তৈরি হয় মানানসই প্যান্ডেলগুলি।

আবার কালীপুজোর সময়ে পরিকল্পনামাফিক তৈরি হয় মানানসই প্যান্ডেলগুলি।

১১ ১৪
তবে যদি ভাবেন, এই পাড়ায় গিয়ে সঙ্গে সঙ্গে পছন্দ করে প্যান্ডেল কিনতে পারবেন, তা কিন্তু নয়। একমাত্র অর্ডার নিয়েই এখানে প্যান্ডেল তৈরি হয়।

তবে যদি ভাবেন, এই পাড়ায় গিয়ে সঙ্গে সঙ্গে পছন্দ করে প্যান্ডেল কিনতে পারবেন, তা কিন্তু নয়। একমাত্র অর্ডার নিয়েই এখানে প্যান্ডেল তৈরি হয়।

১২ ১৪
কিন্তু প্যান্ডেল এখান থেকে নিয়ে যাবেন কী করে?

কিন্তু প্যান্ডেল এখান থেকে নিয়ে যাবেন কী করে?

ছবি ঋণ: পেপার বয় ব্লগার

১৩ ১৪
প্যান্ডেলগুলি বিভিন্ন অংশে বিভক্ত থাকে। তাই সহজেই এখান থেকে নিয়ে গিয়ে যেখানে রাখবেন, সেখানেই জুড়ে নেওয়া যায়।

প্যান্ডেলগুলি বিভিন্ন অংশে বিভক্ত থাকে। তাই সহজেই এখান থেকে নিয়ে গিয়ে যেখানে রাখবেন, সেখানেই জুড়ে নেওয়া যায়।

ছবি ঋণ: সঞ্জীব ইউটিউব চ্যানেল

১৪ ১৪
আবার বড় প্যান্ডেল হলে এই পাড়া থেকেই লোক যান। তাঁরাই যেখানে পুজো হবে, সেখানে গিয়ে ‘সেট আপ’ করে দেন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আবার বড় প্যান্ডেল হলে এই পাড়া থেকেই লোক যান। তাঁরাই যেখানে পুজো হবে, সেখানে গিয়ে ‘সেট আপ’ করে দেন। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি