Gold on Dhanteras

জানেন কি ধনতেরসের দিনে সোনা অথবা রুপো কেনা হয় কেন? রইল নেপথ্য কাহিনি

গয়না হোক বা মুদ্রা, ধনতেরসের দিনে কিছু না কিছু কেনা চাই-ই চাই। তাই গয়নার দোকানগুলিতেও উপচে পড়ে ভিড়। কিন্তু কেন অন্যান্য দিনের তুলনায় ধনত্রয়োদশীর এই দিনটিকেই সোনা বা রুপো কেনার জন্য শুভ মনে করা হয়?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১১:৪২
০১ ১২
দেবী ধনলক্ষ্মীর কৃপালাভের উদ্দেশ্যে পালিত হয় ধনতেরস অথবা ধনত্রয়োদশী। এই দিন সোনা বা রুপো কেনার প্রচলন রয়েছে।

দেবী ধনলক্ষ্মীর কৃপালাভের উদ্দেশ্যে পালিত হয় ধনতেরস অথবা ধনত্রয়োদশী। এই দিন সোনা বা রুপো কেনার প্রচলন রয়েছে।

০২ ১২
গয়না হোক বা মুদ্রা, এই দিনে কিছু না কিছু কেনা চাই-ই চাই। তাই গয়নার দোকানগুলিতেও উপচে পড়ে ভিড়।

গয়না হোক বা মুদ্রা, এই দিনে কিছু না কিছু কেনা চাই-ই চাই। তাই গয়নার দোকানগুলিতেও উপচে পড়ে ভিড়।

০৩ ১২
কিন্তু কেন অন্যান্য দিনের তুলনায় ধনত্রয়োদশীর এই দিনটিকেই সোনা বা রুপো কেনার জন্য শুভ মনে করা হয়?

কিন্তু কেন অন্যান্য দিনের তুলনায় ধনত্রয়োদশীর এই দিনটিকেই সোনা বা রুপো কেনার জন্য শুভ মনে করা হয়?

Advertisement
০৪ ১২
বিশ্বাস অনুযায়ী, এই দিনে সোনা কিনলে বাড়িতে সমৃদ্ধি আসে। এমনকি নতুন কিছু শুরু করার জন্যও এ দিনটিকে শুভ মনে করা হয়।

বিশ্বাস অনুযায়ী, এই দিনে সোনা কিনলে বাড়িতে সমৃদ্ধি আসে। এমনকি নতুন কিছু শুরু করার জন্যও এ দিনটিকে শুভ মনে করা হয়।

০৫ ১২
কথিত, মা লক্ষ্মী যখন সমুদ্রমন্থনে উঠে এসেছিলেন, তখন তাঁর হাতে ছিল সোনা-ভর্তি কলসি।

কথিত, মা লক্ষ্মী যখন সমুদ্রমন্থনে উঠে এসেছিলেন, তখন তাঁর হাতে ছিল সোনা-ভর্তি কলসি।

Advertisement
০৬ ১২
তাই ধনতেরসে সোনা কেনার অর্থ হল বাড়িতে মা লক্ষ্মীকে স্বাগত জানানো।

তাই ধনতেরসে সোনা কেনার অর্থ হল বাড়িতে মা লক্ষ্মীকে স্বাগত জানানো।

০৭ ১২
হিন্দু শাস্ত্র অনুসারে, সোনা অশুভ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে।

হিন্দু শাস্ত্র অনুসারে, সোনা অশুভ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে।

Advertisement
০৮ ১২
জনশ্রুতি বলে, রাজা হিমার পুত্র ভবিষ্যৎবাণী পেয়েছিলেন যে, বিয়ের চার দিনের মাথায় সর্পাঘাতে তার মৃত্যু ঘটবে।

জনশ্রুতি বলে, রাজা হিমার পুত্র ভবিষ্যৎবাণী পেয়েছিলেন যে, বিয়ের চার দিনের মাথায় সর্পাঘাতে তার মৃত্যু ঘটবে।

০৯ ১২
তার স্ত্রী স্বামীকে বাঁচানোর মরিয়া চেষ্টায় সমস্ত সোনার অলঙ্কার এবং প্রদীপ দরজার সামনে রেখেছিলেন।

তার স্ত্রী স্বামীকে বাঁচানোর মরিয়া চেষ্টায় সমস্ত সোনার অলঙ্কার এবং প্রদীপ দরজার সামনে রেখেছিলেন।

১০ ১২
যম যখন সর্পরূপে আবির্ভূত হলেন, ওই সোনার ঝলকানিতে চোখ ধাঁধিয়ে অন্ধ হয়ে যান। হিমার পুত্রকে না মেরেই প্রস্থান করেছিলেন তিনি।

যম যখন সর্পরূপে আবির্ভূত হলেন, ওই সোনার ঝলকানিতে চোখ ধাঁধিয়ে অন্ধ হয়ে যান। হিমার পুত্রকে না মেরেই প্রস্থান করেছিলেন তিনি।

১১ ১২
অতএব, বিশ্বাস করা হয় ধনতেরসে সোনা কিনলে নিজেকে এবং পরিবারকে সব অশুভের হাত থেকে রক্ষা করা যাবে।

অতএব, বিশ্বাস করা হয় ধনতেরসে সোনা কিনলে নিজেকে এবং পরিবারকে সব অশুভের হাত থেকে রক্ষা করা যাবে।

১২ ১২
হিন্দু বিশ্বাস অনুসারে, এই দিনে কেনা সোনা বা রুপো দেবী লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হয়। তাই এই দিনে সোনা বা রুপো কিনলে তা জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

হিন্দু বিশ্বাস অনুসারে, এই দিনে কেনা সোনা বা রুপো দেবী লক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত হয়। তাই এই দিনে সোনা বা রুপো কিনলে তা জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি