প্রতীকী ছবি।
ঝকঝকে নখ কার না পছন্দ? কিন্তু বাঙালি খাবারও যে অনেকেরই প্রিয়। ইলিশ মাছ-পাঁঠার মাংসের ভূরিভোজ হয়েছে জমিয়ে। আর এ সব রান্নাতেই থাকে প্রচুর পরিমাণ হলুদ। হাত দিয়ে ভাতে এই সব খাবার মেখে খেলে সেই হলুদ আর তেলের দাগ পড়ে নখে। উৎসবের মরসুমে সে সব খাওয়াও হয়েছে যথেষ্ট। ফলে অনেকেরই নখের অবস্থা ইতিমধ্যে বেশ খারাপ। এ দিকে, উৎসব তো শেষ হয়নি। ফলে নখ ভাল ভাবে যত্নে রাখারও চেষ্টা করতে হবে। না হলে সাজ ভেস্তে যাবে।
কিন্তু কী ভাবে নখ ভাল রাখা যাবে?
১) প্রথমে নেল পলিশ তুলে ফেলুন। কারণ, টানা অনেক দিন নেল পলিশ পরে থাকলে নখে হাওয়া খেলে না। তার জেরে নখের রং বদলে যায়।
২) ময়শ্চারাইজার নখের জন্যও জরুরি। রোজ রাতে মুখ-হাত-পায়ে ময়শ্চারাইজার মাখার সময়ে কিছুটা নখেও মাখুন।
৩) লেবুর রসে যে কোনও দাগ বেশ তাড়াতাড়ি ওঠে। কিছু ক্ষণ লেবুর রস নখে লাগিয়ে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। তাতে সব দাগ উঠে যাবে।
৪) বেকিং সোডা হাল্কা গরম জলে গুলে নিয়ে তা-ও নখে লাগানো যায়। কিছু ক্ষণ সে ভাবে রেখে ঠান্ডা জলে হাত ধুয়ে ফেলুন। তাতেও হলুদের দাগ চলে যাবে।
৫) দাগ তোলার আর একটি ভাল উপায় হল অলিভ অয়েল দিয়ে নখ মালিশ করা। অলিভ অয়েল দেওয়ার সময়ে নখের চারপাশেও দেবেন। তাতে নখের কোণ নরম থাকবে।