সল্টলেক এ ই ব্লকের পুজো। এ বারের থিম নগরদর্পণ।
কলকাতার খণ্ডচিত্র ধরার চেষ্টা হয়েছে সল্টলেকের এই পুজোয়। অতিমারির আতঙ্কের মধ্যেও রঙিন, কর্মব্যস্ত শহরই উঠে এসেছে মণ্ডপের কোণে কোণে।
মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে প্রতিমাও। একেবারে বাঙালি চেহারায়।
করোনা কালে এক অন্যের সঙ্গে মেলামেশা কমে গিয়েছে। বরং সঙ্গী হয়ে উঠেছে বাড়িতে ব্যবহার করা কয়েকটি জিনিস। সেগুলিই এ বার দমদম সমাজসেবী সঙ্ঘের পুজোর থিমে।
দমদমের এই পুজোর বিষয়বস্তু ‘অন্য কুয়াশা’।
অতিমারির ভয় কাটিয়ে ওঠার সময়ে ভরসা দেবী দুর্গা। সেটিই ধরার চেষ্টা হয়েছে সমাজসেবী সঙ্ঘের পুজোয়।
হাওড়া ব্যাঁটরা মহিলা সঙ্ঘের পুজো। উৎসবের থিম ‘মেলবন্ধন’।
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের যোগসূত্রকেই ধরার চেষ্টা হয়েছে হাওড়ার এই পুজোয়।
প্রকৃতির মধ্যেই দেবীর উৎস সন্ধান। সে কথাই মাথায় রাখা হয়েছে প্রতিমা নির্মাণের সময়ে।
দমদম তরুণ দলের পুজোয় গ্রাম বাংলার ছবি।
বাঁশের সাজে তৈরি হল তরুণ দলের মণ্ডপ।
তরুণ দলের পুজোর প্রতিমা।
একডালিয়া এভারগ্রিনের পুজো। পরিক্রমার তালিকায় এ বছরও একেবারে উপরের দিকে এই ক্লাবের নাম।
অন্য বছরের মতোই বালিগঞ্জ কালচারালের পুজোয় মানুষের ঢল।
শহর ছেড়ে আনন্দবাজার অনলাইনের ক্যামেরা হাজির হয়েছিল গ্রামেও। পুরুলিয়ার নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো জেলার অন্যতম প্রাচীন শারদোৎসবের ঠিকানা।
পুজোর অন্যতম আচার কুমারী পুজো। প্রতি বছরের মতোই এ বছরও নিয়মমাফিক সারা হল সব অনুষ্ঠান।
চট্টোপাধ্যায় বাড়ির পারিবারিক মন্দিরে পুজো। গ্রামের মানুষের পাশাপাশি তা দেখতে ভিড় জমান আশপাশের এলাকার মানুষও।
দমদম পার্ক তরুণ সঙ্ঘের প্রতিমা। ছবি: আমজাদ আনসারি, অতনু সাউ