খিচুড়ি নাকি পোলাও? লাবড়া নাকি আলুর দম? পায়েস নাকি সন্দেশ? ‘পুজোর সেরা ভোগ’-এর লড়াইয়ে কোন আবাসনের ভোগের স্বাদ মন মাতাবে বিচারকদের? পাখির চোখ সেই দিকেই। কারণ ‘সেরা ভোগের’ লড়াই যখন আবাসনে, তখন কে বসবে সিংহাসনে? সব আপডেট জানতে নজরে রাখুন ডক্টরস্ চয়েজ় ‘পুজোর সেরা ভোগ’-এর পাতায়।
রেজিস্টার করার জন্য ধন্যবাদ। পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে জানতে চোখ রাখুন এখানে।